ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শেখ কামাল আন্তর্জাতিক ফুটবলে চার বিদেশী দল চূড়ান্ত

প্রকাশিত: ০৬:১৬, ১৯ জানুয়ারি ২০১৭

শেখ কামাল আন্তর্জাতিক ফুটবলে চার বিদেশী দল চূড়ান্ত

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ১৮ ফেব্রুয়ারি বন্দরনগরী চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে ‘শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টে’র দ্বিতীয় আসর। এবারের আসরে পাঁচ বিদেশী ক্লাব দলের সঙ্গে অংশ নেবে তিন দেশীয় ক্লাব। ইতোমধ্যে চার বিদেশী ক্লাব দলের নাম চূড়ান্ত হয়ে গেছে। পঞ্চম দল এখনও নিশ্চিত করতে পারেনি আয়োজক চট্টগ্রাম আবাহনী লিমিটেড। তবে আগামী দুই-তিনদিনের মধ্যেই পঞ্চম দলটির নাম চূড়ান্ত হবে বলে জানিয়েছে আয়োজক কৃর্তৃপক্ষ। শ্রীলঙ্কা বা মালদ্বীপ থেকেই মূলত দলটি বেছে নেয়া হবে। প্রথম আসরের চ্যাম্পিয়ন দল, আয়োজক স্বাগতিক চট্টগ্রাম আবাহনীসহ দেশীয় ফুটবলের দুই ঐতিহ্যবাহী দল ঢাকা আবাহনী ও ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব অংশ নিচ্ছে এ টুর্নামেন্টে। চার বিদেশী ক্লাবের মধ্যে এরইমধ্যে অংশগ্রহণের বিষয়ে নিশ্চয়তা দিয়েছে দক্ষিণ কোরিয়ান দ্বিতীয় বিভাগ লীগের চ্যাম্পিয়ন দল কোচেন কোরিয়া, আফগানিস্তানের পেশাদার লীগের শাহিন আসমায়ি, নেপাল লীগ চ্যাম্পিয়ন মানাং মারসিয়াংদি ও কম্বোডিয়ার একটি ক্লাব দল। এ উপলক্ষে বুধবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে চট্টগ্রাম আবাহনীর মহাসচিব শামসুল হক চৌধুরী বলেন, ‘শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের ক্ষণ গণনা শুরু হলো আজ থেকে। প্রথম আসরে আমরা দক্ষিণ এশিয়ার মধ্যে সীমাবদ্ধ ছিলাম। এবার পুরো এশিয়ার মধ্যে ছড়িয়ে দিলাম এ টুর্নামেন্ট। আশাকরি, আন্তর্জাতিক এ ফুটবল আসর আমরা প্রতিবছরই আয়োজন করতে পারব।’ ২০১৫ সালে চট্টগ্রামে শুরু প্রথম আসরে অনেক বাধা-বিপত্তি পোহাতে হয় আয়োজকদের। ভুলত্রুটিও ছিল অনেক। অতীত থেকে শিক্ষা নিয়ে এবারের আসরটি আরও জাঁকজমকপূর্ণ করতে বদ্ধপরিকর আয়োজকরা। এবার প্রাইজমানির পরিমাণও বেড়েছে। চ্যাম্পিয়ন দল পাবে ৩০ হাজার ডলার (গতবার ছিল ২৫ হাজার)। রানার্সআপ দল পাবে ১৫ হাজার ডলার (আগে ছিল ১০ হাজার ডলার)। এদিকে টুর্নামেন্ট শুরুর একমাস আগেই আয়োজক স্বাগতিক চট্টগ্রাম আবাহনী তাদের কোচ নিয়োগ চূড়ান্ত করে ফেলেছে। জাতীয় দলের সাবেক কোচ সাইফুল বারী টিটুকে হেড কোচ ও সহকারী কোচ হিসেবে জুলফিকার মাহমুদ মিন্টুর সঙ্গে বুধবার এক মৌসুমের জন্য চুক্তি করে ক্লাবটি। আর গোলরক্ষক কোচ হিসেবে থাকছেন পনিরুজ্জামান পনির। চুক্তি স্বাক্ষরের পর টিটু বলেন, ‘গতবারের চ্যাম্পিয়ন দল চট্টগ্রাম আবাহনী। তবে এবার কি হবে তা নির্ভর করছে প্রতিপক্ষ দলগুলো কোন মানের তার ওপর। যতো বেশি কাজ করতে পারব দলটা তত গুছিয়ে নিতে পারব। কোচিংয়ে প্রতিদিনই চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে হয়। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি কিভাবে সবকিছু সামলাবেন। আমি আশাবাদী ভালভাবে সবকিছু করতে পারব। ইতিবাচক দিক হচ্ছে জুলফিকার মাহমুদ এ দলটার সঙ্গে অনেকদিন ধরে আছে।’ উল্লেখ্য, বাংলাদেশের ফুটবলের প্রেক্ষাপটে আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্ট গতবারের আগে সর্বশেষ অনুষ্ঠিত হয়েছিল সেই ১৯৮৯ সালে, ঢাকায়, প্রেসিডেন্ট গোল্ডকাপ। সেবার দক্ষিণ কোরিয়ার একটি ক্লাবকে ফাইনালে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ ‘লাল’ দল। শেখ কামাল ফুটবলের প্রথম আসরটি চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছিল ২০১৫ সালের ২০-৩০ অক্টোবর পর্যন্ত। ফাইনালে ভারতের ইস্ট বেঙ্গল ফুটবল ক্লাবকে ৩-১ হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল চট্টগ্রাম আবাহনী।
×