ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আজ রিপোর্টিং কাল শুরু অনুশীলন

প্রকাশিত: ০৬:১৫, ১৯ জানুয়ারি ২০১৭

আজ রিপোর্টিং কাল শুরু অনুশীলন

স্পোর্টস রিপোর্টার ॥ কাল শুক্রবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাম্প। প্রাথমিক দলের জন্য ইতোমধ্যেই ৫৫ সদস্যের তালিকাও করে ফেলেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সেখান থেকে দীর্ঘমেয়াদী এই ক্যাম্পে প্রাথমিক দলে ৪৮ ফুটবলারকে রাখা হবে বলে জানা গেছে একটি সূত্রে। তবে হেড কোচ ছাড়া এই ক্যাম্প পরিচালনা করা বাফুফের জন্য বড় একটি চ্যালেঞ্জও বটে। বঙ্গবন্ধু গোল্ডকাপকে সামনে রেখে এ বছর ১০ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা ছিল জাতীয় ফুটবল দলের ক্যাম্প। কিন্তু কোচ, খেলোয়াড়, আবাসন সংক্রান্ত বিভিন্ন সমস্যা থাকায় তা হয়নি। বিষয়গুলো আটকে ছিল ন্যাশনাল টিমস ম্যানেজমেন্ট কমিটির সভার জন্য। চলতি সপ্তাহেই দু’দফা সভায় বসলেও বিষয়গুলোর নিষ্পত্তি করতে পারেনি কমিটি। জাতীয় দলের হেড কোচের দায়িত্ব কে নেবেন তা এখনও ঠিক করতে পারেনি কমিটি। এ জন্য ক্যাম্প শুরুর তারিখ পিছিয়ে ২০ জানুয়ারি করা হয়। কবে থেকে ক্যাম্প শুরু হবে তা ঠিক হয়েছে। ক্যাম্পে ৫৫ ফুটবলারের মধ্যে কারা বা কে আছেন, তা পুরোটা জানা না গেলেও দুই তরুণ ফুটবলার সাদ ও নিপু বিশেষ বিবেচনায় দলের সঙ্গে থাকছেন বলে জানা গেছে। তবে বিকেএসপিতে ফুটবলারদের আবাসিক ক্যাম্প হওয়ার কথা থাকলেও সেখানে হকিসহ আরও কয়েকটি ডিসিপ্লিনের কার্যক্রম থাকায় ফুটবলারদের আবাসিক ক্যাম্প নিয়ে সমস্যা হতে পারে। বিষয়টি নিয়ে বিকেএসপি কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় ব্যস্ত বাফুফে। আলোচনা ফলপ্রসূ না হলে বিকল্প ব্যবস্থা করতে হবে বাফুফেকে। ২০০৩ সালে বাংলাদেশ সাফ ফুটবলের প্রথম শিরোপা এনে দিয়েছিলেন অস্ট্রিয়ান কোচ জর্জ কোটান। কদিন ধরে শোনা যাচ্ছিল ফেডারেশন কাপ এবং প্রিমিয়ার লীগে চ্যাম্পিয়ন করানো ঢাকা আবাহনীর এই কোচকেই বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ করা হবে। এ ব্যাপারে কোটানের সঙ্গে আলোচনা চালিয়ে তার সম্মতিও নাকি পেয়েছে বাফুফের ন্যাশনাল টিমস ম্যানেজমেন্ট কমিটি। ফলে আশা করা হচ্ছিল সোমবার বাফুফে ভবনে অনুষ্ঠিত ন্যাশনাল টিমস ম্যানেজমেন্ট কমিটির সভাতেই চূড়ান্ত ঘোষণা দেয়া হবে কোচ হিসেবে কোটানের নাম। কিন্তু আদতে তা হয়নি। সভা শেষে ফল অশ্বডিম্ব। কোচ নির্ধারণে আরও সময় নিতে চায় কমিটি।
×