ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ছবিতেই শনাক্ত হবে জীবাণু

প্রকাশিত: ০৬:০১, ১৯ জানুয়ারি ২০১৭

ছবিতেই শনাক্ত হবে জীবাণু

নতুন এক বিশ্লেষণ কৌশলের মাধ্যমে মোবাইলে তোলা ছবি ব্যবহার করে রোগ বিস্তারকারী জৈব অণু চিহ্নিত ও শনাক্ত করা যাবে। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ার বিজ্ঞানীদের বানানো এই ‘হাইপার-স্পেট্রাল ফাসোর’ বিশ্লেষক বা এইচওয়াইএসপি যন্ত্রে কোন ছবি অতিক্রমকালে একবারে অনেক অণু পর্যবেক্ষণ করা সম্ভব হবে। ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ার বিজ্ঞানী ফ্রান্সিসকো কাটরেল বলেন, ‘এ থেকে সময়ের সঙ্গে একাধিক লক্ষ্য পর্যবেক্ষণের মাধ্যমে জটিল জীবগুলোর মধ্যে আসলে কী ঘটছে তার ভাল দৃশ্য পাওয়া যাবে।’ এমনকি একদিন চিকিৎসকরা সেলফোনে ক্ষতযুক্ত চামড়ার ছবি বিশ্লেষণ করে ক্যান্সার হওয়ার ঝুঁকি নির্ধারণ করতে এইচওয়াইএসপি ব্যবহার করতে সক্ষম হবেন বলেও আশা প্রকাশ করা হয়েছে। এই বিষয়ে নিশ্চিত হতে পরবর্তীতে রোগীকে আরও পরীক্ষা করে উপযুক্তভাবে সিদ্ধান্ত নিতে পারবেন চিকিৎসকরা। হাসপাতালের ডাক্তার এবং বিজ্ঞানীরা এই ফলাফলে আরও আত্মবিশ্বাসের সঙ্গে দ্রুত তাদের কাজ সম্পাদন করতে সক্ষম হবেন বলে জানান কারটেল।-ওয়েবসাইট অবলম্বনে।
×