ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

শিল্পকলায় সংলাপ গ্রুপ থিয়েটারের ‘বোধ’ মঞ্চস্থ

প্রকাশিত: ০৫:৫৯, ১৯ জানুয়ারি ২০১৭

শিল্পকলায় সংলাপ গ্রুপ থিয়েটারের ‘বোধ’ মঞ্চস্থ

স্টাফ রিপোর্টার ॥ বোধহীন সমাজ ব্যবস্থায় বেঁচে থাকার লাড়াইয়ে লিপ্ত পিতা ঘিসু ও পুত্র মেধো। ক্ষুধার যন্ত্রণায় অমানবিক হয়ে যায় এই পিতা ও পুত্র। সম্পর্কের বন্ধন কোন কার্যকর ভূমিকাই রাখে না তাদের জীবনে। সামান্য কয়েকটি সেদ্ধ আলু নিয়ে পিতা-পুত্রের লড়াই উঠে চরমে। নিজের সন্তান সম্ভবা পুত্রবধূর অতিসমান্য খাদ্য কেড়ে নিতে ঘিসু উদ্বুদ্ধ করে পুত্র মেধোকে। বোধহীন এক জন্তুর মতো মেধো কেড়ে নেয় বধূর সেই সামান্য খাবার। ক্ষুধা তাদের এমনভাবে তাড়িত করে যে নিজের পুত্রবধূকে মৃত ঘোষণা দিয়ে কিছু পয়সা পাবার লোভ সামলাতে পারে না ঘিসু। পুত্র মধোও তা সমর্থন করে। যে কোনভাবে বেঁচে থাকাটাই যেন তাদের একমাত্র লক্ষ্য। অবশ্য নাটকের শেষ দৃশ্যে স্বপ্নের ঘোরে ঘিসু-মেধোকে দ্রোহী হতে দেখা যায়। ঘেন্না করে এই সমাজ, সমাজ পতিদের। মেধো তার সন্তানকে বোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে চান। এভাবেই এগিয়ে যায় সংলাপ গ্রুপ থিয়েটারের ২৬তম প্রযোজনা সামাজিক কাহিনীনির্ভর নতুন নাটক ‘বোধ’। নাটকটির সপ্তম প্রদর্শনী হয় শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে বুধবার সন্ধ্যায়। মুন্সী প্রেমচাঁদের গল্প অবলম্বনে এর নাট্যরূপ দিয়েছেন স্বপন দাস এবং নির্দেশনা দিয়েছেন মোস্তফা হীরা। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন-মোঃ হাবীবুর রহমান, মঈনুদ্দীন হাসান খোকন, হিমা মৃধা সোমা, শাকিল আহমেদ, মাসুদ আলম বাবু। মেহেরুন আশরাফের গানে মুগ্ধ শ্রোতা ॥ কণ্ঠশিল্পী মেহেরুন আশরাফের গানে মুগ্ধ শ্রোতা। দেশাত্মবোধক থেকে শুরু করে লালন, হাছন, রাধারমণ, শাহ্ আবদুল করিম, উকিল মুন্সী, বিজয় সরকারসহ দেশের প্রথিতযশা লোকশিল্পীদের গানে সবার দৃষ্টি কাড়েন শিল্পী মেহরুন আশরাফ। শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে বুধবার সন্ধ্যায় শিল্পী একক গানের আসরের আয়োজন করে বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য এ্যাডভোকেট আবদুল মতিন খসরু। এছাড়াও উপস্থিত ছিলেন বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ। সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম খান। আলোচনার পর শুরু হয় শিল্পী মেহেরুন আশরাফের সঙ্গীত পরিবেশনা। ‘যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তিসেনা’ দেশের গান দিয়ে শুরু করেন তার পরিবেশনা। এরপর শুরু করেন লোকগান। তার পরিবেশিত গানের মধ্যে ছিল ‘রঙের দুনিয়া তোরে চাই না’, ‘ধন্য ধন্য বলি তারে’সহ কালজয়ী বেশ কিছু গান।
×