ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এসআই জসীম ক্লোজ্ড

হাতকড়া পরিয়ে নির্যাতনের পর এবার হুমকি ক্রসফায়ারের

প্রকাশিত: ০৫:৫৩, ১৯ জানুয়ারি ২০১৭

হাতকড়া পরিয়ে নির্যাতনের পর এবার হুমকি ক্রসফায়ারের

নিজস্ব সংবাদদাতা, বাউফল, পটুয়াখালী, ১৮ জানুয়ারি ॥ উপজেলার মাধবপুর গ্রামের আবদুস ছালাম হাওলাদারকে (৪৬) বগা পুলিশ ফাঁড়িতে হাতকড়া পরিয়ে নির্যাতনের পর এবার ক্রসফায়ারে মেরে ফেলার হুমকি দেয়া হয়েছে। এ অবস্থায় চরম শঙ্কা আর উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে নির্যাতিত ছালাম ও তাঁর পরিবারের সদস্যরা। এদিকে জনকণ্ঠসহ বিভিন্ন মিডিয়ায় এ খবর প্রকাশিত হওয়ার পর বুধবার উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে বগা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) জসীম উদ্দিনকে ক্লোজ করে তার চাকরি জেলা পুলিশ সুপারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। এছাড়া, ক্রস ফায়ারের হুমকি দেয়ায় এস আই জসীম উদ্দিনের বিরুদ্ধে সালাম হাওলাদার বুধবার পুলিশ সুপারের কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন। সালাম হাওলাদারের স্ত্রী নাসিমা বেগম অভিযোগ করেন, মঙ্গলবার রাত ১২টার দিকে কয়েক ব্যক্তি তাদের বাড়িতে গিয়ে তার স্বামী ছালাম হাওলাদারের নাম ধরে উচ্চস্বরে ডাকাডাকি করতে থাকেন। এ সময় তিনি তাদের পরিচয় জানতে চাইলে একজন বলেন, ‘আমরা বাউফল থানার পুলিশ, দরজা খোল। কথা আছে।’ একপর্যায়ে তিনি দরজা খুলে বগা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরির্দশক (এসআই) জসীম উদ্দিন, কনস্টেবল মামুন, উজ্জল চৌকিদার এবং নাসির চৌকিদারকে দেখতে পান। এ সময় এসআই জসীম নাসিমাকে বলেন, ‘তোরা খুব বেশি বাড়াবাড়ি করছোস, এর ফল তোরা পাবি। থানায় যত মামলা হইবে সব মামলায় তোর স্বামীরে হান্দামু (আসামি করা হবে)। আর ফাইলে পাইলে এক্কেবারে ক্রয়ফায়ার দিয়া দিমু। দেহি (দেখি) তোদের কোন বাপ তোদের বাঁচায়।’ এসব কথা বলে তারা সালামের বাড়ি ত্যাগ করে। পুলিশের এমন হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন সালাম ও তাঁর পরিবারের সদস্যরা। উল্লেখ্য, ১১ জানুয়ারি সকালে মাধবপুর বাজারে বেল্লাল হোসেন ওরফে উজ্জল চৌকিদার নামে এক ব্যক্তি সরকারী জমি দখল করে পাকা ভবন নির্মাণকালে সালাম হাওলাদার বাধা দেন। এ নিয়ে তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব বরাবরে একটি লিখিত অভিযোগও করেন। এতে উজ্জল চৌকিদার ক্ষুব্ধ হয়ে সালাম হাওলাদার এবং তাঁর বৃদ্ধ পিতা জয়নাল আবেদিনসহ তাঁর অপর দুই ভাইকে আসামি করে বাউফল থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় রবিবার দুপুর দুটার দিকে মাধবপুর বাজার এলাকা থেকে সালামকে গ্রেফতার করে এসআই জসীম। গ্রেফতারের পর সালামকে ২৪ ঘণ্টা ফাঁড়িতে আটকে রাখার পর সোমবার সকালে ঘুষের দাবিকৃত টাকা না পেয়ে তাকে চেয়ারের সঙ্গে হ্যান্ডকাফ লাগিয়ে শারীরিক নির্যাতন করে। এরপর দুপুর দুটায় তাকে পটুয়াখালী আদালতে পাঠায়। মঙ্গলবার তিনি আদালত থেকে জামিনে মুক্তি পান। এ সংক্রান্ত একটি রিপোর্ট মঙ্গলবার দৈনিক জনকণ্ঠের প্রথম পাতায় ছাপা হয়। এ বিষয়ে বগা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরির্দশক (এসআই) জসীম উদ্দিন বলেন, ‘এসব ডাহা মিথ্যা। আমি তো অফিস থেকেই বের হইনি। তা হলে ওই বাড়িতে গিয়ে ওদের হুমকি দিলাম কিভাবে।’ সহকারী পুলিশ সুপার (সার্কেল) মোঃ সাইফুল ইসলাম বলেন, ‘আব্দুস সালামের ওপর পুলিশী নির্যাতনের যে ঘটনা পত্রিকায় প্রকাশ পেয়েছে, সেটি আমলে নিয়ে প্রকৃত ঘটনা অনুসন্ধানের জন্য তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের স্বার্থে এখন বেশি কিছু বলা যাবে না।’
×