ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হোশি কোনিও হত্যা মামলায় দুই সাক্ষীকে জেরা

প্রকাশিত: ০৫:৫১, ১৯ জানুয়ারি ২০১৭

হোশি কোনিও হত্যা মামলায় দুই সাক্ষীকে জেরা

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ১৮ জানুয়ারি ॥ রংপুরে চাঞ্চল্যকর জাপানী নাগরিক হোশি কোনিও হত্যা মামলায় দুই সাক্ষীর জেরা সম্পন্ন হয়েছে। বুধবার দুপুরে রংপুরের বিশেষ জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার আসামিদের উপস্থিতিতে মামলার বাদী তৎকালীন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম এবং সারাই ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল ইসলামের সাক্ষ্য গ্রহণ করেন। বিশেষ জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রথীশ চন্দ্র ভৌমিক জানান, মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ ২৩, ২৪ ও ২৫ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। ওই তিন দিনে ১৫ সাক্ষীর সাক্ষ্য নেয়া হবে। প্রতিদিন পাঁচজন সাক্ষীকে আদালতে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন বিচারক। এর আগে সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে হোশি কোনিও হত্যা মামলায় গ্রেফতারকৃত পাঁচ আসামি জেএমবির রংপুর আঞ্চলিক কমান্ডার মাসুদ রানা, সদস্য ইছাহাক আলী, লিটন মিয়া, আবু সাঈদ ও সাখাওয়াত হোসেনকে আদালতে হাজির করা হয়। উল্লেখ্য, ২০১৫ সালের ৩ অক্টোবর সকাল ১০টার দিকে কাউনিয়ার সারাই ইউনিয়নের কাচু আলুটারী গ্রামে জাপানী নাগরিক হোশি কোনিওকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
×