ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ফুটপাথে মোটর সাইকেল নিয়ে উঠলেই পুলিশে দিন ॥ মেয়র আনিসুল হক

প্রকাশিত: ০৫:৫১, ১৯ জানুয়ারি ২০১৭

ফুটপাথে মোটর সাইকেল নিয়ে উঠলেই পুলিশে দিন ॥ মেয়র আনিসুল হক

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক বলেছেন, ফুটপাথে মোটরসাইকেল নিয়ে কেউ উঠলে তাকে ধরে পুলিশে দিন। প্রাইভেটকার চাকা তুলে দিলেও পুলিশে দিন। রাজধানীর বিএফ শাহীন কলেজে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গ্রীন ঢাকা ক্যাম্পেন অনুষ্ঠানটি আরএফএল গ্রুপের সহযোগিতায় আয়োজন করে সবুজ ঢাকা। অনুষ্ঠানে মেয়র বলেন, আগামী এক বছরের মধ্যেই উত্তরের ফুটপাথ এমনভাবে গড়া হবে যেন, অন্ধজনেও সহজে চলতে পারেন। আপনারা নাগরিকরা সহযোগিতা করুন। মোটরসাইকেল নিয়ে অনেকে বীরদর্পে ফুটপাথে ওঠেন। ফুটপাথে উঠলেই তাকে ধরে পুলিশে দিন। অনেক প্রাইভেটকার ফুটপাথে চাকা তুলে দেয়। এমন দেখলেও পুলিশে দিন। কেউ আইন মানবেন না, মানুষকে তোয়াক্কা করবেন না এটা চলবে না। এখন থেকে আর এসব চলতে দেয়া হবে না। এ জন্য সবাইকে সচেতন হতে হবে। তিনি বলেন, আমরা প্রতিশ্রুতি দেই বাসযোগ্য শহর গড়ে তোলার। কিন্তু ঢাকা উত্তরে প্রতি বর্গকলোমিটারে ১ লাখ ২৮ হাজার লোক বাস করেন। আর ঢাকা মোট জিডিপি’র (গ্রস ডমেস্টিক প্রোডাক্ট) ৩৫ শতাংশের যোগান দেয়। তার অর্থ ঢাকায় কাজ আছে। তাই প্রতিনিয়ত এ শহরে মানুষ আসছেন। দখল হচ্ছে ফুটপাথ। রাস্তায় বসছে হকার। আনিসুল হক বলেন, খুব কষ্ট লাগে যখন হকার উচ্ছেদ করি। কিন্তু একটি পরিচ্ছন্ন বাসযোগ্য শহর গড়তে, রাস্তা বড় করতে কষ্টের কাজটিই করতে হয়। তিনি আরও বলেন, ১০ জন সেরা ডাক্তার দিয়ে জরিপ করেছি। ঢাকার পরিবেশ এত দূষিত যে, ২৫ শতাংশ শিশু এবং ৫০ শতাংশ মানুষের ফুসফুস আক্রান্ত। তাই বেশি বেশি গাছ লাগাতে হবে। আপনারা সবাই বাড়িতেই গাছ লাগান। চারার জন্য চিন্তা করতে হবে না। শুধু ইচ্ছাটা করুন। চারা পৌঁছে যাবে। এক্ষেত্রেও সমস্যা আছে। উত্তরায় গাছ লাগাতে গিয়ে দেখি জায়গা নেই। ৬ হাজার গাছ লাগানো হয়েছে বাড়িতে। তাই বাড়িতে হলেও গাছ লাগাতে হবে। বিএফ শাহীন কলেজের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন এএইচএম আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরএফএল গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আরএন পাল, আমরা নেটওয়ার্ক লিমিটেডের হেড অব মার্কেটিং মুহাম্মদ সোলাইমান, সবুজ ঢাকার উপদেষ্টা প্রীতি চক্রবর্তী, সবুজ ঢাকার চেয়ারম্যান রুপাই ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। আরএন পাল বলেন, আমরা এমন কোন কাজ করব না বা এমন কোন উৎপাদনে যাব না, যা পরিবেশের জন্য ক্ষতিকর। বরং গাছ লাগানোর এ সহযোগিতা অব্যাহত থাকবে। এরপর মেয়র নিজ হাতে চারা রোপণ ছাড়াও বিএফ শাহীন কলেজের শিক্ষার্থীদের মধ্যে ৪ হাজার গাছের চারা বিতরণ করেন। সবুজ ঢাকা ৪০ শিক্ষা প্রতিষ্ঠানে মোট এক লাখ গাছের চারা বিতরণের লক্ষ্যে কাজ করছে।
×