ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

প্রাইম ভার্সিটির মিরপুর ক্যাম্পাসে নব্য জেএমবির কার্যক্রম

প্রকাশিত: ০৫:৫০, ১৯ জানুয়ারি ২০১৭

প্রাইম ভার্সিটির মিরপুর ক্যাম্পাসে নব্য জেএমবির কার্যক্রম

স্টাফ রিপোর্টার ॥ বেসরকারী প্রাইম বিশ্ববিদ্যালয়ের মিরপুর ক্যাম্পাসে নব্য জেএমবির কার্যক্রম চালানোর তথ্য মিলেছে। নব্য জেএমবির বেশ কিছু সদস্য সেখানে তৎপর। তাদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ব্যাপারে শিক্ষা প্রতিষ্ঠানটির সঙ্গে যোগাযোগ করছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার রাতে র‌্যাব-১০ এর একটি দল রাজধানীর কোতোয়ালি থানাধীন সদরঘাট এলাকায় অভিযান চালায়। অভিযানে সদরঘাটের ২ নম্বর খেয়াঘাট সংলগ্ন আনন্দ বিরিয়ানী হাউসের সামনে থেকে গ্রেফতার করা হয় মোঃ মোকছেদুর রহমান মনির ওরফে শরীফ ওরফে আজমল ওরফে তুহিন ওরফে নাজমুল ওরফে শফিককে (২৮)। তার কাছ থেকে উদ্ধার হয় ২টি ধারালো চাকু, ৩টি বিভিন্ন ধরনের জিহাদী বই ও ৬টি জিহাদী লিফলেট। র‌্যাব-৪ এর অপস অফিসার ও মিডিয়া কর্মকর্তা জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার সাজ্জাদুর রহমান জনকণ্ঠকে বলেন, শফিকের পিতার নাম সরুজ্জামান। মায়ের নাম আঞ্জুমানারা বেগম। বাড়ি জামালপুর জেলার সরিষাবাড়ি থানাধীন সাতপুয়া মধ্যপাড়ায়। সে প্রাইম বিশ্ববিদ্যালয়ের মিরপুর ক্যাম্পাসের ইলেকট্রিক্যাল এ্যান্ড ইলেকট্রনিক্স বিভাগের অষ্টম সেমিস্টারের ছাত্র। অভিযানকালে তার সঙ্গে আরও অন্তত ৮ জন ছিল। যারা পালিয়ে যেতে সক্ষম হয়। পলাতকদের অধিকাংশই প্রাইম বিশ্ববিদ্যালয়ের মিরপুর ক্যাম্পাসের ছাত্র বলে প্রাথমিকভাবে জানা গেছে। ক্যাম্পাসটিতে নব্য জেএমবির তৎপরতা থাকার বিষয়েও তথ্য মিলেছে। গ্রেফতারকৃত শফিক ও তার পলাতক সহযোগীরা নিষিদ্ধ জঙ্গী সংগঠন জেএমবি (জামা’তুল মুজাহিদীন বাংলাদেশ) নতুন শাখা নব্য জেএমবির সদস্য। আর গ্রেফতারকৃত শফিক নব্য জেএমবির এসাহার সদস্য। র‌্যাব-১০ এর উপপরিচালক (প্রশাসন) মেজর আহমেদ হুসেইন মহিউদ্দিন জনকণ্ঠকে বলেন, গ্রেফতারকৃত শফিক ২০০৪-০৫ সাল থেকেই জেএমবির সদস্য হিসেবে কাজ করছিল। জেএমবি নিষিদ্ধ হওয়ার পরও সে সংগঠনের সঙ্গে জড়িত ছিল। সর্বশেষ নব্য জেএমবির আবির্ভাব ঘটলে সে তাতে যোগ দেয়। শফিকের বিরুদ্ধে ঢাকার কোতোয়ালি থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামিকে পুলিশে সোপর্দ করা হয়েছে। মামলাটি র‌্যাবের তরফ থেকে তদন্ত করার চেষ্টা চলছে। তদন্তে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসতে পারে।
×