ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আজীবন সম্মাননা পাচ্ছেন মুস্তাফা মনোয়ার ও ফেরদৌসী মজুমদার

প্রকাশিত: ০৪:০৭, ১৯ জানুয়ারি ২০১৭

আজীবন সম্মাননা পাচ্ছেন মুস্তাফা মনোয়ার ও ফেরদৌসী মজুমদার

স্টাফ রিপোর্টার ॥ বেসরকারী স্যাটেলাইট টিভি চ্যানেল এসএটিভির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানে দেশের গুণী সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ার ও বিশিষ্ট অভিনেত্রী ফেরদৌসী মজুমদারকে আজীবন সম্মাননা জানানো হবে। প্রতি বছর দেশের শিল্প সাহিত্যসহ বিভিন্ন ক্ষেত্রে একজন করে গুণী মানুষকে তার জীবনব্যাপী কর্ম সাফল্যের স্বীকৃতিস্বরূপ আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করে থাকে এসএ টিভি। এবার এই পুরস্কার দেয়া হচ্ছে বরেন্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ার ও মঞ্চ নাট্য ব্যক্তিত্ব ফেরদৌসী মজুমদারকে। নিজের কাজ দিয়ে মানুষের মনে জায়গা করে নিয়েছেন দেশের এই দুই গুণী ব্যক্তিত্ব। দেশীয় সংস্কৃতি অঙ্গনে বিশেষ ভূমিকার স্বীকৃতিস্বরূপ এই দুই কিংবদন্তিকে সম্মাননা জানাচ্ছে এসএটিভি কর্তৃপক্ষ। আজ দুপুর ১২টায় গুলশানের এসএটিভির মূল ভবনে তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেবেন এসএ টিভির ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদ। এদিকে স্যাটেলইট চ্যানেল এসএটিভি চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী আজ। চার বছর অতিক্রান্ত করে ৫ম বর্ষে পদার্পণ করতে যাচ্ছে এসএটিভি। বাংলাদেশের অনেক চ্যানেলের মধ্যে সর্বাধুনিক প্রযুক্তির তৃতীয় প্রজন্মের ফুল এইচডি চ্যানেল এসএটিভি দর্শকদের আশান্বিত করেছে। ৪টি বছরে বেশ কিছু ভাল অনুষ্ঠান উপহার হিয়েছে চ্যানেলটি। চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধাবার দিবাগত রাত ১২-০১ মিনিটে কেক কেটে এসএটিভির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন করেন এসএটিভির ব্যবস্থাপনা পরিচালক সালাহ উদ্দিন আহমেদ । আজ সকাল ১০টা থেকে গুলশানে এসএটিভির মূল ভবন প্রাঙ্গণে শিল্প ও সংস্কৃতি অঙ্গনের বরেণ্য ব্যক্তিবর্গসহ নানা পেশার মানুষের উপস্থিতিতে উৎসবমুখর হবে আয়োজনটি। জনপ্রিয় শিল্পীদের নিয়ে ৫ দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা প্রচার শুরু করেছে এসএটিভি।
×