ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আশরাফ হত্যাচেষ্টা

১০ ছাত্র ও যুবলীগ নেতার কারাদণ্ড

প্রকাশিত: ০৪:০৫, ১৯ জানুয়ারি ২০১৭

১০ ছাত্র ও যুবলীগ নেতার কারাদণ্ড

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ১৮ জানুয়ারি ॥ জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল, সহ-সভাপতি কে এম বাপ্পী কবির পালসা বাপ্পী, সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস, জেলা যুবলীগ নেতা এহতেশাম হায়দর বাপ্পীসহ ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদ- দিয়েছে আদালত। এদের মধ্যে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস, সহ-সভাপতি কেএম বাপ্পী কবির ওরফে পালসার বাপ্পী, যুবলীগ নেতা এহতেশাম হায়দর বাপ্পীকে পাঁচ বছর করে এবং ছাত্রলীগ কর্মী জুয়েল, সজিব, মিরাজকে এক বছর সশ্রম কারাদ-, জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল, তৃণমূল ও ছাত্রলীগ নেতা মানিক, রকি, রূপমকে এক মাসের বিনাশ্রম কারাদ-ের আদেশ দেয়া হয়েছে। এ রায়ে দু’জনকে খালাস দেয়া হয়েছে। বুধবার দুপুরে লক্ষ্মীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হালিম উল্লাহ চৌধুরী আসামিদের বিরুদ্ধে এ রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে আসামিপক্ষের আইনজীবী এ্যাডভোকেট হুমায়ুন কবির, মিজানুর ও রাসেল মাহমুদ মান্না জানান, এ রায়ে আমরা সন্তুষ্ট হতে পারিনি। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপীল করব। অপরদিকে এক মাসের দ-প্রাপ্ত সোহেলসহ চারজন আদালতেই আপীল করলে আদালতের বিচারক তাদের চারজনকে এক হাজার মুচলেকার বিনিময়ে জামিন মঞ্জুর করেন। মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, ২০১০ সালের ৫ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে লক্ষ্মীপুর শহরের আলিয়া মাদ্রাসা এলাকায় জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আশরাফুল আলমকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক জখম করে আসামিরা। এ ঘটনায় পরদিন ৬ সেপ্টেম্বর আহত আশরাফের বাবা এ্যাডভোকেট বদরুল আলম নিজে বাদী হয়ে মামলাটি দায়ের করেন। রায়ের সময় শহরে এবং আদালত পাড়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থান গ্রহণ করে। ৫০ লাখ টাকার নকল প্রসাধনী জব্দ নিজস্ব সংবাদদাতা, নাটোর, ১৮ জানুয়ারি ॥ একটি নকল প্রসাধনী কারখানায় অভিযান চালিয়ে বিভিন্ন বিদেশী কোম্পানির নামে প্যাকেটজাত প্রায় ৫০ লাখ টাকার প্রসাধনী ও ওষুধ জব্দ করেছে র‌্যাব-৫। মঙ্গলবার রাতভর সদর উপজেলার চাঁদপুর এলাকায় অভিযান চালিয়ে ওই মালামাল জব্দ করা হয়। কম্বল বিতরণ স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ শৈত্যপ্রবাহে হতদরিদ্র ছিন্নমূল মানুষের শীত লাঘবের জন্য কুড়িগ্রামে সেতু ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের তাদের জন্য সহায়তার হাত বাড়িয়েছেন। তারই উদ্যোগে জেলা প্রশাসন ৬ শতাধিক ছিন্নমূল পরিবারে কম্বল বিতরণ করা হয়। বুধবার সকালে কুড়িগ্রাম রেলওয়ে স্টেশন, টেক্সটাইল মিল ও সদর হাসপাতালে হতদরিদ্রদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খান মোঃ নুরুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল ইসলাম সেলিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল লতিফ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ আমিন, ফুলবাবু খান প্রমুখ। মেঘনায় হরিণ উদ্ধার নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ১৮ জানুয়ারি ॥ জেলার রামগতি উপজেলার বিচ্ছিন্ন দ্বীপাঞ্চল দ্বীপ ইউনিয়ন চর আব্দুল্লার চর গজারিয়া এলাকায় মেঘনা নদীর পানির সাথে ভেসে আসা একটি হরিণ উদ্ধার করেছে স্থানীয়রা। বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম শফি কামালের কাছে উদ্ধারকৃত হরিণটি হস্তান্তর করেছে চর গজারিয়া পুলিশ। হরিণটি নোয়াখালীর নিঝুম দ্বীপ থেকে ভেসে আসছে বলে ধারণা করা হয়। এর আগে দুপুরে হরিণটিকে নদীর কূলে ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে পুলিশকে খবর দেয়।
×