ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় ॥ স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: ০৪:০৪, ১৯ জানুয়ারি ২০১৭

স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় ॥ স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, গ্রামের সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে স্বাস্থ্য বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইউনিয়ন এবং গ্রাম পর্যায়েও জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেয়া হয়েছে। গ্রামের মানুষ এখন চিকিৎসা পাচ্ছেন। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে টেলি মেডিসিনের মাধ্যমেও গ্রামের মানুষ চিকিৎসা সেবা পাচ্ছেন। তিনি বুধবার দুপুরে কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেছেন। মন্ত্রী কাজীপুর উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি রোগীদের খোঁজ খবর নেন এবং বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। তিনি সরাসরি রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে টেলি মিডিসিন বিভাগের কর্মরত চিকিৎসকের সঙ্গে কথা বলেন এবং প্রতিদিন কত সংখ্যক রোগীকে চিকিৎসা ও পরামর্শ দেয়া হয় তারও খোঁজখবর নেন। এ সময় মন্ত্রীর সঙ্গে জেলা প্রশাসক বেগম কামরুন্নাহার সিদ্দিকা, সিভিল সার্জন ডাঃ শেখ মোঃ মনজুর রহমান, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মোঃ শাহীন হাসান, উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল, উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম এবং পৌর মেয়র হাজী নিজাম উদ্দিন প্রমুখ। পরে তিনি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতা কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। দলীয় কার্যালয়ে মতবিনিময় সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন ও সাধারণ সম্পাদক খলিলুর রহমান বক্তব্য দেন। অস্ত্র মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু মিতু হত্যা স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে সাবেক এসপি বাবুল আক্তারপতœী মাহমুদা খানম মিতু হত্যার ঘটনায় দায়ের হওয়া অস্ত্র মামলার সাক্ষ্যগ্রহণ বুধবার শুরু হয়েছে। চট্টগ্রাম মহানগর দায়রা জজ শাহে নুরের আদালতে এ মামলায় প্রথম সাক্ষী দেন বাদী চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার কামরুজ্জামান। আংশিক বক্তব্য গ্রহণের পর আগামী ২২ ফেব্রুয়ারি বাকি বক্তব্য গ্রহণের দিন ধার্য করেছে আদালত। মিতু হত্যার ঘটনায় দায়ের হওয়া অস্ত্র মামলার বাদী সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার কামরুজ্জামান একইসঙ্গে চাঞ্চল্যকর এ হত্যা মামলার তদন্ত কর্মকর্তাও। এ মামলায় আসামি দু’জন। তারা হলেন এহতেশামুল হক ভোলা এবং মনির হোসেন। এরমধ্যে ভোলা অস্ত্র সরবরাহকারী এবং মনির এই অস্ত্রের রক্ষক। পুলিশ ওই দুজনের কাছ থেকে উদ্ধার করেছিল পয়েন্ট ৩২ বোরের একটি রিভলবার এবং ৭ দশমিক ৬ বোরের একটি পিস্তল। এ দুটি আগ্নেয়াস্ত্র মিতু হত্যায় ব্যবহৃত হয়েছিল বলে তদন্তে নিশ্চিত হয় পুলিশ। অস্ত্র মামলার দুই আসামির মধ্যে ভোলা হত্যা মামলার আসামি হিসাবেও তালিকাভুক্ত। হত্যা মামলায় ভোলাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে আসে যে, সে অস্ত্র সরবরাহকারীও ছিল। প্রসঙ্গত, গত বছরের ৫ জুন চট্টগ্রাম নগরীর জিইসি মোড় এলাকায় নৃসংশভাবে খুন হন এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু।
×