ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শরীয়তপুরে তিন ঘর ধসে পড়েছে পুকুরে

প্রকাশিত: ০৪:০২, ১৯ জানুয়ারি ২০১৭

শরীয়তপুরে তিন ঘর ধসে পড়েছে পুকুরে

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর, ১৮ জানুয়ারি ॥ বুধবার দুপুরে শরীয়তপুর শহরের পালং বাজারে তিন পরিবারের ৩টি পাকা ও আধাপাকা বসতঘর বাজারের পূর্ব পাশের পুকুরে ধসে পড়েছে। আর এতে এসব পরিবার ২০ লাখ টাকা ক্ষতির শিকার হয়েছে বলে তারা দাবি করেছে। এছাড়াও পুকুরের চারপাশে বসবাসরত আরও ৭-৮ পরিবারের কাঁচা, পাকা ঘর পুকুরে ধসে পড়ার হুমকিতে রয়েছে। কোন ধরনের নিয়ম নীতির তোয়াক্কা না করে, দরপত্র ছাড়াই শ্যালোমেশিন বসিয়ে অপরিকল্পিতভাবে শরীয়তপুর শহরের পালং বাজারের পূর্ব পাশের সরকারী পুকুর সেচ করার কারণেই পুকুরের পাড় ধসে নান্নু খান, শ্যামসুন্দর দেবনাথ ও শামু দাসের বসতঘর পুকুরে ধসে পড়েছে বলে তারা অভিযোগ করেছেন। এছাড়াও নারায়ণপদ দত্তের বিল্ডিংয়ে বড় ফাটল ধরে এবং নুরুল হক খন্দকার, আবুল হোসেন বেপারী ও বিপ্লব দেবনাথের বসতঘর ও ভিটি ফাটল ধরে পুকুরে ধসে পড়ার হুমকিতে আছে। যে কোন সময় এসব ঘর পুকুরে ধসে পড়তে পারে বলে আশঙ্কা করেছেন পরিবারগুলো। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো অভিযোগ করেছে, সদর উপজেলা নির্বাহী অফিসার ও পালং মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও এখন পর্যন্ত কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। পালং বাজার নিবাসী সৌদি প্রবাসী নান্নু খান, শ্যামসুন্দর দেবনাথসহ একাধিক ব্যবসায়ী জানান, তহশীলদার শহীদুল ইসলাম ও সহকারী তহশীলদার তাদের কোন ধরনের নোটিস না করেই পালং বাজারের পূর্ব পাশের পুকুরে কয়েকটি শ্যালোমেশিন বসিয়ে অপরিকল্পিতভাবে পুকুর সেচ কাজ চালিয়ে যাচ্ছেন। তাকে সেচ বন্ধ রাখার জন্য অনুরোধ করা হলেও তিনি কোন কর্ণপাত করেননি। এ বিষয়ে তহশীলদার শহীদুল ইসলামের মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, পুকুরে মাছ চাষ করার জন্য পুকুর সেচ করা হচ্ছে। নিখোঁজ শাপলার ৯ দিনেও সন্ধান মেলেনি নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১৮ জানুয়ারি ॥ আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া নলডাঙ্গা ইউনিয়ন যুবদলের সহ-সাধারণ সম্পাদক নিখোঁজ শফিউল ইসলাম শাপলার ৯ দিনেও সন্ধান মেলেনি। বুধবার গাইবান্ধা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তার পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কাছে নিখোঁজ শাপলাকে ফিরে দেয়াসহ এর প্রতিকারের দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শাপলার স্ত্রী সাথী বেগম। বক্তব্যে উল্লেখ করা হয়, ১০ জানুয়ারি বেলা ১১টায় সাদুল্যাপুর উপজেলার নলডাঙ্গার রেলগেট ও কাচারীবাজার এলাকা থেকে শফিউল ইসলাম শাপলাকে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যায়। সংবাদপত্রে প্রকাশিত সূত্র থেকে জানা যায়, জামায়াত-শিবিরের ক্যাডার মনিরুল ইসলাম রতনকে গ্রেফতার করার পর তার সঙ্গে সংশ্লিষ্টতা আছে কিনা তা নির্ণয় করতে শাপলাসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় সাদুল্যাপুর থানায় গত ১১ জানুয়ারি একটি অভিযোগ ও ১৪ জানুয়ারি সাধারণ ডায়েরি করা করা হয়েছে। এ বিষয়ে ডিবি ও র‌্যাব অফিসে খোঁজ এবং সাদুল্যাপুর থানার ওসির সঙ্গে যোগাযোগ করেও কোন প্রতিকার পাওয়া যায়নি। ফলে একমাত্র ৩ বছরের শিশু কন্যাকে নিয়ে স্ত্রী ও পরিবার পরিজন চরম হতাশায় দিনাতিপাত করছে। সাগরদাঁড়িতে শনিবার শুরু হচ্ছে মধুমেলা স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ আগামী শনিবার থেকে (২১ জানুয়ারি) মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মভিটা কেশবপুরের সাগরদাঁড়িতে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী মধুমেলা। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৩তম জন্মবার্ষিকী ও মধুমেলা উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা বুধবার কেশবপুর উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার শরীফ রায়হান কবিরের পরিচালনায় বক্তব্য রাখেন পুলিশ সুপার আনিসুর রহমান, উপজেলা চেয়ারম্যান এইচএম আমির হোসেন, পৌর মেয়র রফিকুল ইসলাম মোড়ল, ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা, ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম রুহুল আমিন প্রমুখ। উল্লেখ্য, মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ২১ থেকে ২৭ জানুয়ারি উপজেলার সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী মধুমেলা অনুষ্ঠিত হবে। কবির জন্মবার্ষিকী ২৫ জানুয়ারি।
×