ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

জর্জ ডব্লিউ বুশ হাসপাতালে ভর্তি

প্রকাশিত: ০৩:৫৯, ১৯ জানুয়ারি ২০১৭

জর্জ ডব্লিউ বুশ হাসপাতালে ভর্তি

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশকে হিউস্টনের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে সিবিএসের হিউস্টন শাখা কেএইচওইউ টেলিভিশন। ৯২ বছর বয়সী বুশের অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন বেকার। আগামী দু’একদিনের মধ্যে বুশকে বাসায় পাঠানো হতে পারে ধারণা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। এইচ ডব্লিউ বুশ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ও ফ্লোরিডার সাবেক গভর্নর জেব বুশের পিতা। জর্জ ডব্লিউ বুশ দুই মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। জেব বুশ ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। জাতিসংঘের সমালোচনা ডোনাল্ড ট্রাম্প মনোনীত জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হ্যালি বিশ্বসংস্থাটির সমালোচনা করেছেন। কারণ জাতিসংঘ সম্প্রতি অধিকৃত ভূখ- ইস্যুতে ইসরাইলের সমালোচনামূলক প্রস্তাব পাস করে। সাউথ ক্যারোলাইনার গবর্নর হ্যালি সম্প্রতি সিনেট কনফার্মেশন কমিটির শুনানিতে একথা বলেছেন। ওবামার সময় ইসরাইলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক যথেষ্ট উষ্ণ ছিল না। ধারণা করা হচ্ছে, ট্রাম্প প্রশাসন ইসরাইলের পক্ষে সিদ্ধান্ত নিতে পারে। -জেরুজালেম পোস্ট শিশু পর্নগ্রাফি বন্ধে পদক্ষেপ কানাডিয়ান সেন্টার ফর চাইল্ড প্রটেকশনের নির্বাহী পরিচালক লিয়ানা ম্যাকডোনাল্ড শিশু পর্নগ্রাফি বন্ধের উদ্দেশ্যে ওয়েব ট্র্যাকিং কর্মসূচীর ঘোষণা দিয়েছেন। এই অনলাইন টুলটি নেট থেকে শিশু পর্নগ্রাফিসহ যৌন বিকৃতির দৃশ্য সরিয়ে ফেলবে। টুলটি ইতোমধ্যেই ১৫০টি ওয়েবসাইট স্ক্যান করে প্রায় ৪০ হাজার আইটেম সরিয়ে নিয়েছে। -উইনিপেগ সান
×