ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ক্ষমতা বাড়ছে এরদোগানের, বিলুপ্ত হচ্ছে প্রধানমন্ত্রী পদ

প্রকাশিত: ০৩:৫৮, ১৯ জানুয়ারি ২০১৭

ক্ষমতা বাড়ছে এরদোগানের, বিলুপ্ত হচ্ছে প্রধানমন্ত্রী পদ

তুরস্কের পার্লামেন্ট নতুন সাংবিধানের বিষয়ে প্রাথমিক অনুমোদন দিয়েছে। এর ফলে প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের ক্ষমতা বেড়ে যাবে। এ সপ্তাহে আরও পরের দিকে পার্লামেন্টে দ্বিতীয় দফা ভোটাভুটি হবে, তাতে নয়া তুর্কী সংবিধান অনুমোদিত হলে এরপর গণভোট অনুষ্ঠিত হবে। সমালোচকরা বলছেন, এটি এরদোগানের ক্ষমতা কুক্ষীগত করায় উদ্যোগ। কিন্তু প্রেসিডেন্ট বলছেন, পরিবর্তিত ব্যবস্থার সঙ্গে ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের ব্যবস্থার মিল রয়েছে। নতুন সংবিধান গৃহীত হলে প্রেসিডেন্ট মন্ত্রীদের নিয়োগ ও বরখাস্ত করার ক্ষমতা পাবেন। এর ফলে তুরস্কের ইতিহাসে প্রথমকবারের মতো প্রধানমন্ত্রীর পদ বিলুপ্ত হবে। নতুন সংবিধানে তুরস্কে কমপক্ষে একজন ভাইস প্রেসিডেন্ট থাকবেন। এ সংক্রান্ত বিলের চূড়ান্ত অনুচ্ছেদটি রবিবার রাতে ক্ষমতাসীন একে পার্টি (একেপি) প্রয়োজনীয় তিন- পঞ্চমাংশ সংখ্যাগরিষ্ঠতায় অনুমোদন করে। সংবিধান পরিবর্তনের উপর তুর্কী পার্লামেন্টে উত্তেজনাপূর্ণ বিতর্ক হয়েছে। খবর বিবিসির। গত সপ্তাহে পার্লামেন্টে একেপি সদস্যদের সঙ্গে রিপাবলিকান পিপল পার্টি (সিএইচপি) সদস্যদের বচসা হয়। একজন এমপি বিতর্ক চলাকালে ভোটাভুটির দৃশ্য চিত্রায়ন করার চেষ্টা করলে দুই পক্ষের সদস্যদের মধ্যে বিবাদ শুরু হয়। কুর্দী পন্থী পিপলস ডেমোক্রেটিক পার্টি (এইচডিপি) পার্লামেন্টে ভোটাভুটি বর্জন করে। তাদের বেশ কয়েকজন সদস্য কুর্দী জঙ্গীদের সমর্থনের জন্য কারাভোগ করছেন। পাক প্রধানমন্ত্রীর দায়মুক্তি নিরঙ্কুশ নয় প্রধানমন্ত্রী ‘নিরঙ্কুশ দায়মুক্তি পেতে পারেন না। মঙ্গলবার ইসলামাবাদে পানামাগেট মামলার শুনানিতে আদালতের পর্যবেক্ষণে একথা বলা হয়েছে। বিচারপতি আসিফ সাঈদ খোসার নেতৃত্বাধীন পাঁচ বিচারকের বেঞ্চে দায়ের করা মামলায় অফশোর কোম্পানিতে পরিবারের সদস্যদের অঘোষিত বিনিয়োগের জন্য প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে অযোগ্য ঘোষণার দাবি জানানো হয়েছে। এই মামলার শুনানিতে মঙ্গলবার সুপ্রীমকোর্ট বলেছে, প্রধানমন্ত্রী বা পার্লামেন্ট সদস্য কেউই আইন ও দেশের সংবিধানের উর্ধে নন। -ডন
×