ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

অভিযোগ পুতিনের

হাত পা বাঁধা হচ্ছে ট্রাম্পের

প্রকাশিত: ০৩:৫৮, ১৯ জানুয়ারি ২০১৭

হাত পা বাঁধা হচ্ছে ট্রাম্পের

ওবামা প্রশাসন মিথ্যা অভিযোগ এনে আগামী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈধতা ক্ষুণœ করার চেষ্টা করছেন। প্রশাসন ট্রাম্পকে তার নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করা থেকে বিরত রাখতে তার হাত-পা বেঁধেও দিচ্ছে। রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন এ অভিযোগ করেছেন। এটি ওবামা প্রশাসনের প্রতি তার এক চূড়ান্ত আঘাত। খবর এএফপি ও টাইমস অব ইন্ডিয়ার। ট্রাম্প মস্কোর এক হোটেলে বেশ্যাদের সঙ্গে যৌন আচরণে লিপ্ত হয়েছিলেন বলে অপ্রমাণিত দাবি উত্থাপন করে এক দলিল প্রকাশ করার ঘটনাকে পুতিন ‘অর্থহীন’ বলে অভিহিত করেন। এটি ছিল যার সত্যতা যাচাই করা হয়নি এমন দলিলটির বিষয়ে তার প্রথম মন্তব্য। পুতিন বলেন, যারা নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে এরূপ মিথ্যা কথা ছড়ানোর নির্দেশ দেন, এগুলো উদ্ভাবন করেন এবং রাজনৈতিক লড়াইয়ে কাজে লাগান, তারা বেশ্যাদের চেয়েও অধম। তিনি বলেন, তাদের আদৌ কোন নৈতিক বাধানিষেধ নেই এবং এটি যুক্তরাষ্ট্রসহ পাশ্চাত্যের রাজনৈতিক এলিটদের এক উল্লেখযোগ্য মাত্রার অধঃপতনকেই তুলে ধরে। পৃথক ঘটনায় পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেন, সাবেক ব্রিটিশ গুপ্তচর ক্রিস্টোফার স্টিলের সংকলিত দলিলটি ছিল এক ‘অমার্জিত উস্কানি’। ঐ কূটনীতিকের প্রত্যেকে ব্রিটিশ বিদেশী গোয়েন্দা সংস্থা ‘এমআই ৬ থেকে পালিয়ে যাওয়া এক প্রতারক’ বলে ঘৃণাভরে অভিহিত করেন। ট্রাম্প যৌন অভিযোগকে ‘ভুয়া খবর’ ও ‘মিথ্যা কথা’ বলে বর্ণনা করেন। পুতিন ও লাভরভের বিবৃতিতে খুবই উত্তেজনাকর পরিস্থিতিতে প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনের প্রতি ক্রেমলিনের গভীর ক্ষোভই প্রতিফলিত হয়েছে। ইউক্রেন সঙ্কট, সিরীয় লড়াই ও মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ নিয়ে এ উত্তেজনা দেখা দেয়। পুতিন বলেন, এসব অভিযোগ উত্থাপন ট্রাম্পের ‘বিশ্বাসযোগ্য’ বিজয় সত্ত্বেও প্রেসিডেন্ট হিসেবে তার বৈধতাকে ক্ষুণœ করতে ওবামা প্রশাসনের চেষ্টারই অংশ। পুতিনের মন্তব্য সম্পর্কে প্রশ্ন করা হলে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জোশ আর্নেস্ট বলেন, গোয়েন্দা মহলের রাশিয়া নিয়ে কিছু অস্বস্তিকর কথা বলার ঘটনা এটি প্রথম নয়। আর্নেস্ট বলেন, আমি নিশ্চিত রুশরা এ ধরনের কথাবার্তা শুনতেই চাইবে না। এটি এমন বিষয় যা নিয়ে পরবর্তী প্রশাসনকে সিদ্ধান্ত নিতে হবে। এখানে কিছুটা মতপার্থক্য রয়েছে। পুতিন আশা ব্যক্ত করেন যে, শুভবুদ্ধির উদয় হবে এবং ট্রাম্প শুক্রবার দায়িত্ব নেয়ার পর রাশিয়া ও যুক্তরাষ্ট্র তাদের সম্পর্ক স্বাভাবিক করতে সমর্থ হবে। পুতিন বলেন, আমি ট্রাম্পকে চিনি না। আমি কখনও তার সঙ্গে দেখা করিনি এবং তিনি আন্তর্জাতিক ক্ষেত্রে কি করবেন তা আমি জানি না। আমার পক্ষে কোন কিছুর জন্য তার সমালোচনা বা তাকে সমর্থন করার কোন কারণ নেই। তিনি ট্রাম্পের জন্য ক্ষতিকর হবে এমন তথ্য রুশ গোয়েন্দা সংস্থাগুলো সংগ্রহ করেছিল এমন অভিযোগ সংবলিত দলিল ছড়ানোর পিছনে থাকা লোকজনকে নিয়ে উপহাস করেন।
×