ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ক্ষুব্ধ রিপাবলিকানরা, স্বাগত এ্যাসাঞ্জের

বিদায়ের আগে ম্যানিংয়ের সাজা কমালেন ওবামা

প্রকাশিত: ০৩:৫৭, ১৯ জানুয়ারি ২০১৭

বিদায়ের আগে ম্যানিংয়ের সাজা  কমালেন ওবামা

উইকিলিকসকে যুক্তরাষ্ট্রের গোপন নথিপত্র দেয়ার অভিযোগে দণ্ডপ্রাপ্ত মার্কিন সেনা চেলসি ম্যানিংয়ের সাজা কমিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। বিদায় নেয়ার মাত্র কয়েকদিন বাকি থাকতে ওবামা মঙ্গলবার ম্যানিংয়ের সাজা ৩৫ বছর থেকে কমিয়ে সাত বছর করার এই আদেশে সই করেন। খবর বিবিসির । যুক্তরাষ্ট্রের ইতিহাসে কূটনৈতিক নথি ফাঁসের সবচেয়ে বড় এ ঘটনায় ২০১৩ সালে ম্যানিংকে ৩৫ বছরের সাজা দেয়া হয়েছিল। দণ্ডের পুরো মেয়াদ জেলে থাকতে হলে বর্তমানে ২৯ বছর বয়সী ম্যানিং ২০৪৫ সালের আগে মুক্তি পেতেন না। সাজা কমায় চলতি বছরের ১৭ মের মধ্যে মুক্তি পাবেন ম্যানিং, যিনি বিচার চলার মধ্যেই ২০১৩ সালে নিজেকে নারী ঘোষণা করে নতুন আলোচনার জন্ম দিয়েছিলেন। যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর ‘প্রাইভেট ফার্স্ট ক্লাস’ ব্র্যাডলি ম্যানিং ২০১০ সালে ইরাকে দায়িত্ব পালনের সময় সাত লাখের বেশি গোপন নথি, যুদ্ধক্ষেত্রের ভিডিও ও কূটনৈতিক বার্তা উইকিলিকসের কাছে তুলে দেন। এর মধ্যে ২০০৭ সালে সেনাবাহিনীর একটি এ্যাপাচে হেলিকপ্টারের মাধ্যমে বাগদাদে ১২ বেসামরিক নাগরিককে হত্যার ভিডিও ফুটেজও ছিল। আরও ছিল ইরাক ও আফগানিস্তান থেকে ধরে নিয়ে যাওয়া অনেককে গুয়ানতানামো কারাগারে বিনা বিচারে আটকে রাখার তথ্য। ম্যানিংয়ের কাছ থেকে পাওয়া নথি জুলিয়ান এ্যাস্যাঞ্জ তার ওয়েবসাইট উইকিলিকসে প্রকাশ করলে সারাবিশ্বে তোলপাড় শুরু হয়, অস্বস্তিতে পড়তে হয় ওয়াশিংটনকে। গোয়েন্দা নথি উইকিলিকসকে দেয়ায় ২০১০ সালে ম্যানিংকে গ্রেফতার করা হয়। সাজা ঘোষণার পর তাকে পাঠানো হয় কানসাসের ফোর্ট লেভেনওর্থ কারাগারে। কিন্তু ম্যানিং সেসময় নিজেকে নারী ঘোষণা করেন এবং পুরুষদের ওই কারাগারে থাকতে আপত্তি জানান। ব্র্যাডলি নয়, চেলসি ম্যানিং নামে ডাকতে সবার প্রতি অনুরোধ জানান তিনি। লিঙ্গান্তরের প্রক্রিয়ায় থাকা ম্যানিং কারাগারে হরমোন চিকিৎসা না পেয়ে ২০১৫ সালে একদফা অনশন করেন। গত বছর তিনি বারকয়েক আত্মহত্যারও চেষ্টা করেন বলে সংবাদমাধ্যমে খবর আসে। ম্যানিংয়ের রায় ঘোষণার পরপরই ‘হুইসেলব্লোয়ার’ এ্যাডওয়ার্ড স্নোডেনের মুক্তির দাবিতে যুক্তরাষ্ট্রে আন্দোলন শুরু“হয়েছিল। তাকে মুক্তি দিতে হোয়াইট হাউস বরাবরে এক পিটিশনে দশ লাখের বেশি স্বাক্ষর জমা পড়ে।
×