ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাণিজ্য যুদ্ধে কেউ জয়ী হবে না ॥ শি জিনপিং

প্রকাশিত: ০৯:০১, ১৮ জানুয়ারি ২০১৭

বাণিজ্য যুদ্ধে কেউ জয়ী হবে না ॥ শি জিনপিং

জনকণ্ঠ ডেস্ক ॥ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, অর্থনৈতিক বিশ্বায়নের মধ্যেই মানবসভ্যতার উন্নয়ন নিহিত। তাই বিরোধ নয়, পারস্পরিক সহযোগিতায় বৈশ্বিক অর্থনীতিকে এগিয়ে নিতে হবে। বাণিজ্য যুদ্ধ হলে কেউ জিতবে না। মঙ্গলবার সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) উদ্বোধনী ভাষণে তিনি এসব কথা বলেন। খবর সিএনএন ও এএফপির। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীনের প্রতি বৈরী মনোভাবের ইঙ্গিত করে শি জিনপিং বলেন, আপনি পছন্দ করুন আর নাই করুন, বৈশ্বিক অর্থনীতি একটি বৃহৎ সাগরের মতো। চাইলেও এ থেকে মুক্ত হওয়া যাবে না। এ ক্ষেত্রে এগিয়ে যাওয়ার জন্য পরস্পরকে সহযোগিতা করতে হবে। বাণিজ্য যুদ্ধ শুরু হলে এ ক্ষেত্রে কেউ জিতবে না। চীনের প্রেসিডেন্ট বলেন, বিশ্বায়নের ফলে অর্থনৈতিক একীভূতকরণ হয়েছে। এতে মানবজাতির উন্নয়ন ঘটেছে এবং লাখ লাখ মানুষের জীবনমান উন্নত হয়েছে। বর্তমানে বিশ্বে যেসব সমস্যা দেখা দিয়েছে তার জন্য অর্থনৈতিক বিশ্বায়ন দায়ী নয়। জিনপিং এমন সময় বিশ্ব মঞ্চে নিজেকে নেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছেন যখন পশ্চিমারা বিশ্বমঞ্চ থেকে সরে যাচ্ছে।
×