ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ট্রাকের ধাক্কায় চাচা-ভাতিজা, ট্রেনে কাটা পড়ে কিশোর নিহত

প্রকাশিত: ০৮:৫৮, ১৮ জানুয়ারি ২০১৭

ট্রাকের ধাক্কায় চাচা-ভাতিজা, ট্রেনে কাটা পড়ে কিশোর নিহত

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর পুরান ঢাকার ধোলাইখালে ট্রাকের ধাক্কায় চাচা-ভাতিজা এবং বিমানবন্দর রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে এক কিশোর নিহত হয়েছে। এদিকে তেজগাঁওয়ের একটি আবাসিক হোটেল থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া বংশাল এলাকায় একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডে দুই শ্রমিক দগ্ধ হয়েছে। মঙ্গলবার পুলিশ ও মেডিক্যাল সূত্রে এ তথ্য জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ধোলাইখাল এলাকায় ট্রাকের ধাক্কায় এক কাপড়ের ব্যবসায়ী ও তার স্কুলপড়ুয়া ভাতিজার মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- আলমগীর হোসেন (৪০) ও ভাতিজা আব্দুর রহিম (১০)। তাদের দুঃসম্পর্কের আত্মীয় মাহবুবুর রহমান জানান, নিহত আলমগীর হোসেনের ইসলমাপুরে কাপড়ের ব্যবসা রয়েছে। তার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায়। ভাতিজা আব্দুর রহিমের বাবার নাম খোকন ভূঁইয়া। সে গেন্ডারিয়ার একটি স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র ছিল। তারা গেন্ডারিয়ার নাথ সাহা রোডের ২৭/জে বাড়িতে বসবাস করতেন। এদিকে সকালে রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে ট্রেনের কাটা পড়ে অজ্ঞাত (১৩) এক কিশোরের মৃত্যু হয়েছে। ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন ফারুক মজুমদার জানান, সকাল ৯টার দিকে বিমানবন্দর রেলস্টেশনের ফুটওভার ব্রিজের নিচে রেললাইন পার হচ্ছিল অজ্ঞাত ওই কিশোর। এ সময় কমলাপুর থেকে নেত্রকোনাগামী মহুয়া নামে একটি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। হোটেলে এক ব্যক্তির লাশ ॥ রাজধানীর তেজগাঁওয়ের পূর্ব তেজকুনি পাড়া রয়েল গ্র্যান্ড নামের একটি আবাসিক হোটেল থেকে মীর হোসেন (৪৯) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তেজগাঁও থানার পুলিশ জানায়, নিহত মীর হোসেনের পকেটে তার জাতীয় পরিচয়পত্র পাওয়া যায়। এতে তার পিতার নাম মিয়াজান মণ্ডল। ঠিকানা রাজধানীর ধানম-ির ঝিগাতলা এলাকার শেরে বাংলা রোডের ৫৮/৩ নম্বর বাসা। দগ্ধ দুই শ্রমিকসহ তিনজন আহত ॥ পুরান ঢাকার বংশাল এলাকায় একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দুই শ্রমিক দগ্ধ হয়েছে। এ সময় ভবন থেকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে একজন আহত হয়েছেন। এরা হলোÑ তারেক মাহমুদ (২০), কামাল হোসেন (১৭)। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
×