ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজধানীতে ব্যবসায়ীর টাকা ছিনতাই, অপহৃত তরুণী উদ্ধার

প্রকাশিত: ০৮:৪৫, ১৮ জানুয়ারি ২০১৭

রাজধানীতে ব্যবসায়ীর টাকা ছিনতাই, অপহৃত তরুণী উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর পল্লবীতে ছিনতাইকারীরা অস্ত্রের ভয় দেখিয়ে এক ব্যবসায়ীর সাড়ে চার লাখ টাকা ছিনিয়ে নিয়েছে। এদিকে খিলগাঁও ও শ্যামপুর এলাকা থেকে ৬ অপরাধীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় অপহৃত এক তরুণীকে উদ্ধার করা হয়েছে। এছাড়া শাহজালাল বিমানবন্দরে দুই যাত্রীর কাছ থেকে আমদানি নিষিদ্ধ ১২ লাখ টাকার সিগারেট জব্দ করা হয়েছে। মঙ্গলবার সংশ্লিষ্ট সূত্র থেকে এসব তথ্য জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, দুপুরে পল্লবীতে ছিনতাইকারীরা অস্ত্রের ভয় দেখিয়ে এক ব্যবসায়ীর সাড়ে চার লাখ টাকা ছিনিয়ে নিয়েছে। পল্লবী থানার ওসি দাদন ফকির জানান, ছিনতাইয়ের শিকার নাবিল গাজীপুরে গার্মেন্টসের স্টকলটের ব্যবসা করেন। ছয় অপরাধী গ্রেফতার ॥ রাজধানীর খিলগাঁও ও শ্যামপুর এলাকা থেকে ছয় অপরাধীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গ্রেফতারকৃতরা হচ্ছে, মকবুল হোসেন (৪০), মোঃ সাগর (২৭), মোঃ সেলিম (৩০), আবুল হোসেন (৬৪), সেলিম (৩৫) ও মানিক (৩৪)। পুলিশ জানায়, তাঁরা অস্ত্র, চাঁদাবাজি ও অপহরণের সঙ্গে জড়িত। বিমানবন্দর ॥ শাহজালাল বিমানবন্দরে আরব আমিরাত থেকে আসা দুই যাত্রীর কাছ থেকে আমদানি নিষিদ্ধ ২০০ কার্টন বিদেশী সিগারেট আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। জব্দকৃত সিগারেটের মূল্য ১২ লাখ টাকা।
×