ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সম্মাননা পাচ্ছেন ফিফা রেফারি তৈয়ব হাসান

প্রকাশিত: ০৬:০৫, ১৮ জানুয়ারি ২০১৭

সম্মাননা পাচ্ছেন ফিফা রেফারি তৈয়ব হাসান

স্পোর্টস রিপোর্টার ॥ দীর্ঘদিন রেফারিংয়ে অবদান রাখার জন্য বাংলাদেশের সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান শামসুজ্জামান বাবুকে আগামী ১৯ জানুয়ারি মালয়েশিয়ার কুয়ালালামপুরে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) কর্তৃক এক বিশেষ সম্মাননা প্রদান করা হবে। উল্লেখ্য, তৈয়ব হাসান ১৯৯৯ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত ফিফা রেফারি হিসেবে দেশে ও বিদেশে দায়িত্ব পালন করেছেন এবং বাংলাদেশের প্রথম রেফারি হিসেবে এই প্রথমবারের মতো তিনি এই সম্মাননা অর্জন করেন। চপল সেরা ক্রীড়া সংগঠক স্পোর্টস রিপোর্টার ॥ মঙ্গলবার চাইনিজ তাইপেতে ওয়ার্ল্ড আরচারি এশিয়ার এক্সিকিউটিভ বোর্ড মিটিংয়ে বাংলাদেশ আরচারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীবউদ্দীন আহমেদ চপলকে সেরা ক্রীড়া সংগঠক হিসেবে জাতীয় ক্রীড়া পুরস্কার-২০১২ পাওয়ায় ওয়ার্ল্ড আরচারি এশিয়া কর্তৃক সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে ওয়ার্ল্ড আরচারি এশিয়ার ভাইস প্রেসিডেন্ট সাংগুয়ান কোসাভিন্তা চপলকে ক্রেস্ট প্রদান করেন। এই অনুষ্ঠানে ওয়ার্ল্ড আরচারি এশিয়ার এক্সিকিউটিভ বোর্ডের সব সদস্য উপস্থিত ছিলেন।
×