ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

তবু দল নিয়ে গর্বিত জিদান

প্রকাশিত: ০৬:০৩, ১৮ জানুয়ারি ২০১৭

তবু দল নিয়ে গর্বিত জিদান

স্পোর্টস রিপোর্টার ॥ রিয়াল মাদ্রিদের কোচ পদে আসার পর দলটিকে স্বর্ণালী সাফল্য উপহার দিয়ে চলেছেন জিনেদিন জিদান। তার অধীনে গ্যালাক্টিকোরা রীতিমতো অপ্রতিরোধ্য। টানা ৪০ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডও গড়েছে। তবে সেভিয়ার কাছে হেরে অজেয় এ যাত্রা থেমেছে তারা। তবু দল নিয়ে গর্বিত জিদান। সাক্ষাতকারে তিনি জানিয়েছেন, তার শিষ্যরা ৪০ ম্যাচে যে ধারাবাহিকতা দেখিয়েছে তাতে তিনি কোচ হিসেবে গর্বিত। দলের ধারাবাহিকতা প্রসঙ্গে জিদান বলেন, আমরা যা কিছু করেছি, ৪০ ম্যাচ ধরে খেলোয়াড়রা যা দেখিয়েছে তাতে আমি খুবই গর্বিত। সেভিয়ার বিরুদ্ধে ম্যাচ প্রসঙ্গে ফরাসী কিংবদন্তি বলেন, আমরা যা খেলেছি এবং শেষ পাঁচ মিনিটে যা কিছু হয়েছে তাতে ড্রেসিং রুম খুশি নয়। তবে আমরা যেভাবে খেলেছি, তাতে আমি খুশি। আমরা এখন বিশ্রাম নেব। পরের ম্যাচ নিয়ে ভাবব এবং পুরো উদ্যমে শুরু করব। অধিনায়ক সার্জিও রামোস আত্মঘাতী গোল করলেও তার পাশেই আছেন ১৯৯৮ সালের বিশ্বকাপ জয়ী তারকা। বলেন, আমাদের অধিনায়ক নিয়ে আমি খুবই গর্বিত, সে দুর্দান্ত খেলেছে। ফুটবলে আত্মঘাতী গোল হতেই পারে। রামোস দারুণ ব্যক্তিত্ব দেখিয়েছে। অবশ্যই আমাদের এখন পরের ম্যাচ নিয়ে চিন্তা করতে হবে। সেভিয়াকে তাদের পারফর্মেন্সের জন্য অভিনন্দন। জিদান বলেন, এই পরাজয় কষ্ট দিয়েছে। কেননা কেউ হারতে পছন্দ করে না। আর ৮৫ মিনিট এভাবে খেলার পর এমনভাবে কেউই হারতে চায় না। কিন্তু এটাই ফুটবল। আমাদের অবশ্যই এই ফল মেনে নিতে হবে এবং এগিয়ে যেতে হবে। আমাদের আর পাঁচটা মিনিট হলেই হতো। আমরা যেভাবে খেলেছি, এভাবে খেলা কঠিন। তারপরও আমাদের এই ফল মেনে নিতে হবে। জিদান বলেন, আমরা জানতাম এটা একদিন ঘটবে। মৌসুমের শেষ দিকটা কঠিন হবে। শেষ পাঁচ মিনিটের দুটি গোলই দুঃখ হয়ে দাঁড়াল। মৌসুমের শুরু থেকে দারুণভাবে এগিয়ে চলা সেভিয়াকে শিরোপা লড়াইয়েও দেখছেন জিদান। দলটি সর্বশেষ ১৯৪৫-৪৬ মৌসুমে লা লিগায় চ্যাম্পিয়ন হয়েছিল। সেভিয়ার সম্ভাবনা প্রসঙ্গে রিয়াল কোচ বলেন, সেভিয়া সবসময়ই এটা দেখিয়েছে এবং আবারও দেখাল। এটা ছিল প্রথম বনাম দ্বিতীয়র লড়াই। দুই দলের দারুণ একটি লড়াই দেখলাম আমরা। সাবেক তারকা ফুটবলার বলেন, নিশ্চিতভাবে সেভিয়া শিরোপার জন্য লড়বে। তারা অনেক ভাল ফুটবল খেলে। তারা লড়াই করে এবং যা করে তা নিয়ে খুব একাগ্র থাকে। এদিকে ইংলিশ প্রিমিয়ার লীগে এভারটনের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছে ম্যানচেস্টার সিটি। যা কোচ হিসেবে পেপ গার্ডিওলার ক্যারিয়ারের সবচেয়ে বাজে রেকর্ড। বাজে এই হারে শীর্ষে থাকা চেলসির চেয়ে ১০ পয়েন্ট পিছিয়ে পড়েছে সিটি। আর তাই চলমান মৌসুমে শিরোপা দৌড় থেকেও অনেকটা ছিটকে পড়েছে দলটি। এমন মনে করছেন স্বয়ং গার্ডিওলাই। তিনি বলেন, ১০ পয়েন্টের ব্যবধান অনেক বড় ব্যাপার। এবারের মৌসুমের শেষে আমরা নিজেদের নতুন করে মূল্যায়ন করব। আমাদের পারফর্মেন্স কেমন ছিল, কোচ কেমন ছিল, খেলোয়াড়রা কেমন ছিল। সবকিছুই আমরা দেখব। তারপর সিদ্ধান্ত নেয়া হবে। সত্যি কথা বলতে, এখন যে অবস্থা তাতে লীগের শিরোপা জয় অনেকটা অসম্ভব।
×