ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দ্বিতীয় টেস্টে অনিশ্চিত মুশফিক-ইমরুল

প্রকাশিত: ০৬:০৩, ১৮ জানুয়ারি ২০১৭

দ্বিতীয় টেস্টে অনিশ্চিত মুশফিক-ইমরুল

স্পোর্টস রিপোর্টার ॥ শুক্রবার ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে খেলতে নামবে বাংলাদেশ। এ টেস্টে অধিনায়ক মুশফিকুর রহীম ও ওপেনার ইমরুল কায়েসের খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এমনও হতে পারে, তাদের ক্রাইস্টচার্চে খেলতে নাও দেখা যেতে পারে। নিউজিল্যান্ড সফরে গিয়ে মুশফিক দুইবার ইনজুরিতে পড়লেন। প্রথম ওয়ানডের পর ইনজুরিতে পড়েছেন। রান নিতে গিয়ে ‘হ্যামস্ট্রিং টিয়ারে’র ইনজুরিতে পড়েছিলেন মুশফিক। এজন্য দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে এবং টানা তিন টি২০ ম্যাচ খেলতে পারেননি। প্রথম টেস্টে ফিরেন। দেড় শ’ রানের ইনিংসও খেলেন। কিন্তু এ ইনিংস খেলার পথে শরীর ও হাতের আঙ্গুলে বারবার ব্যথা পান মুশফিক। এজন্য নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে ফিল্ডিং করতে পারেননি। উইকেটরক্ষকের ভূমিকায় থাকতে পারেননি। বাঁ হাতের বুড়ো আঙ্গুলে এবং ডান হাতের তর্জনীতে ব্যথার কারণে মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে। তার পরিবর্তে ইমরুল কায়েস উইকেটরক্ষকের দায়িত্ব পালন করেন। দ্বিতীয় ইনিংসে খেলতে পারবেন মুশফিক, তা নিয়েও ছিল সংশয়। শেষ পর্যন্ত ব্যাট হাতে নামেন। কিন্তু কিউই পেসাররা তার আঘাতযুক্ত স্থানগুলোতে টার্গেট করেই বল ছুড়তে থাকেন। অনেক চেষ্টা করে সেগুলো প্রতিহত করতে থাকেন মুশফিক। কিন্তু একটা সময় গিয়ে আর পারেননি। টিম সাউদির একটি বল গিয়ে হেলমেটে আঘাত করে। বলের আঘাতে উইকেটেই পড়ে থাকেন বেশ কিছুক্ষণ। শেষ পর্যন্ত এ্যাম্বুলেন্সে করে মাঠ ছাড়েন। শঙ্কামুক্ত মুশফিক। মুশফিকের চোটটি লাগে মাথার নীচের অংশে। ঘাড়ের দিকে। কোন সমস্যা নেই। তবে এমন হলে তিন থেকে চার সপ্তাহ বিশ্রামে থাকতে হয়। মুশফিককে তাই করতে হবে। আর তা হলে ক্রাইস্টচার্চে মুশফিককে মিলবে না। ক্রাইস্টচার্চে টেস্টে মুশফিকের খেলা হবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে নতুন সংশয়! কারণ ওয়েলিংটন হাসপাতালের চিকিৎসকরাই বাংলাদেশের অধিনায়ককে অন্তত ৪ সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। মুশফিক না খেললে স্বাভাবিকভাবেই উইকেটরক্ষক নুরুল হাসান সোহান খেলবেন। সেক্ষেত্রে নিউজিল্যান্ড সফরে ওয়ানডের পর টেস্টেও অভিষেক হয়ে যাবে সোহানের। মুশফিককে নিয়ে আছে সংশয়। সেই সংশয়ের দোলাচলে আছেন ইমরুলও। ক্রাইস্টচার্চ টেস্টে ইমরুলের খেলা হচ্ছে না বলেই খবর। যতদূর জানা গেছে, মঙ্গলবার ক্রাইস্টচার্চে তার চোটের আলট্রাসনোগ্রাম করা হয়েছে। এতে ধরা পড়েছে যে ইমরুল গ্রেড-টু পর্যায়ের মাংশপেশির চোটের শিকার। কিছু টিস্যু ছিঁড়ে গেছে। তাই যদি হয়, তাহলে কম করে হলেও দুই সপ্তাহের বিশ্রামে থাকতে হবে। ক্রাইস্টচার্চ টেস্ট শুরু হতে আর বাকি দুইদিন। তার মানে ইমরুলও খেলছেন না। প্রথম টেস্টে মুশফিকের জায়গায় ১৪৮.২ ওভার উইকেটের পেছনে দায়িত্ব পালন করেন ইমরুল। এরপর ব্যাট হাতে ওপেনিংয়ে নামেন। এত বিশাল ধকল কাটিয়ে ওঠা কঠিনই হয়ে দাঁড়িয়েছে। দ্রুত এক রান নিতে গিয়ে ব্যথা পান। বাঁ উরুতে ব্যথা পান। স্ট্রেচারে করে মাঠ ছাড়েন। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অপরাজিত থাকেন। কিন্তু শেষ পর্যন্ত এক্সরে করে বিপত্তিই মিলল। ইমরুল বলেছেন, ‘আমি এখনও সবকিছু নিশ্চিত না। আরও এক দু’দিন না গেলে বলতে পারব না আমি খেলতে পারব কিনা। যদি খেলতে না পারি তাহলে খুব মিস করব। কারণ ক্রাইস্টচার্চ আমার প্রিয় একটি ভেন্যু। এখানকার উইকেটে আমি ভাল খেলি। আগেও ভাল খেলেছি। যদি খেলতে না পারি, তাতে খুব খারাপ লাগবে। দেখা যাক কি হয়।’ ইমরুল খেলতে না পারলে স্বাভাবিকভাবেই সৌম্য সরকার সেই স্থানটিতে খেলবেন।
×