ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিজয় দিবস টেনিস

প্রীতি-আলমগীর শেষ চারে

প্রকাশিত: ০৬:০৩, ১৮ জানুয়ারি ২০১৭

প্রীতি-আলমগীর শেষ চারে

স্পোর্টস রিপোর্টার ॥ ‘আইইবি বিজয় দিবস টেনিস প্রতিযোগিতা’র মঙ্গলবার পুরুষ এককের খেলায় নরডিক ক্লাবের আলমগীর হোসেন ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টারের অমল রায়কে হারিয়ে সেমিফাইনালে উন্নীত হন। অপর সেমিতে আমেরিকান ক্লাবের মিলন হোসেন এলিট টেনিস একাডেমির কাউসার আলীকে, পাবনা স্যামসং এইচ চৌধুরী টেনিস ক্লাবের আনোয়ার হোসেন প্রতিপক্ষ ব্রিটিশ হাইকমিশন ক্লাবের রুবেল হোসেনকে এবং পাবনা স্যামসং এইচ চৌধুরী টেনিস ক্লাবের মামুন বেপারী এলিট টেনিস একাডেমির ফারুক হোসেনকে হারিয়ে সেমিফাইনালে উন্নীত হন। মহিলা এককে বিকেএসপির আফরানা ইসলাম প্রীতি জাতীয় টেনিস কমপ্লেক্সের সাথী সরকারকে, বিকেএসপির জেরিন সুলতানা জলি একই দলের নদীয়া ইসলামকে, বিকেএসপির ঈশিতা আফরোজ জাতীয় টেনিস কমপ্লেক্সের ফাবিহা লামিসা সূচনাকে হারিয়ে; বালক এককে ১৬ বছর গ্রুপে বিকেএসপির মোঃ ইশতিয়াক জাফর ইমাম টেনিস কমপ্লেক্সের ইমন ইসলামকে, বিকেএসপির অর্ণব সাহা বিকেএসপির মেহেদী হাসানকে, এলিট টেনিস একাডেমির জুয়েল রানা বিকেএসপির এনআই অমিওকে এবং এলিট টেনিস একাডেমির স্বাধীন হোসেন একই দলের দাইয়ান শেখকে; বালক একক ১৪ বছর গ্রুপে বিকেএসপির ফরিদুর রেজা, এলিট টেনিস একাডেমির সোহেল, এলিট টেনিস একাডেমির শান্ত এবং জাফর ইমাম টেনিস কমপ্লেক্সের ইমন ইসলামকে; বালক একক ১২ বছর গ্রুপে এলিট টেনিস একাডেমির আলভি, এলিট টেনিস একাডেমির শাউন পাসি, জাতীয় টেনিস কমপ্লেক্সের খন্দকার সাইয়ান সহিদ এবং বিকেএসপির ইয়াসির আরাফাত সেমিতে উন্নীত হয়। শার্টল টাইম বাংলাদেশ স্পোর্টস রিপোর্টার ॥ ব্যাডমিন্টন অস্ট্রেলিয়া ও ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের ব্যবস্থাপনায় সমগ্র বাংলাদেশের প্রাইমারী স্কুলসমূহে/সেকেন্ডারি স্কুলের প্রাইমারী সেকশনসমূহে ব্যাডমিন্টন খেলাকে জনপ্রিয় করার জন্য ‘শার্টল টাইম বাংলাদেশ’ নামে একটি প্রজেক্ট গ্রহণ করা হয়েছে। এই প্রজেক্টে অংশগ্রহণে ইচ্ছুক বাংলাদেশের প্রাইমারী স্কুল/ সেকেন্ডারি স্কুল (যাদের প্রাইমারী সেকশন রয়েছে) প্রতি এক শিক্ষককে ফেডারেশনে রেজিস্ট্রেশনভুক্ত হওয়ার জন্য আহ্বান জানিয়েছে ব্যাডমিন্টন ফেডারেশন। রেজিস্ট্রেশনের জন্য স্কুলের নাম ও ঠিকানা, প্রধান শিক্ষকের নাম ও মোবাইল নম্বর, আগ্রহী শিক্ষকের নাম ও মোবাইল নম্বর, ই-মেইল এ্যাড্রেসসহ (যদি থাকে) প্রধান শিক্ষকের স্বাক্ষরযুক্ত আবেদনপত্র ফেডারেশনের ঠিকানায় অথবা [email protected] অথবা [email protected]এ অতি সত্বর প্রেরণ করতে হবে।
×