ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অবসর নিচ্ছেন না ডি ভিলিয়ার্স

প্রকাশিত: ০৬:০১, ১৮ জানুয়ারি ২০১৭

অবসর নিচ্ছেন না ডি ভিলিয়ার্স

স্পোর্টস রিপোর্টার ॥ গুঞ্জন ছিল, টেস্ট থেকে অবসর নিতে পারেন এবি ডি ভিলিয়ার্স। আসন্ন নিউজিল্যান্ড সিরিজ থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়ায় সেটি আরও ঘনীভূত হয়েছিল। তবে ৩২ বছর বয়সী দক্ষিণ আফ্রিকান তারকা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এখনই অবসর নিচ্ছেন না তিনি। তিন ধরনের ক্রিকেটেই চালিয়ে যাবেন। তার মূল লক্ষ্য ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ। এবি বলেন, ‘সবাইকে পরিষ্কার জানিয়ে দিতে চাই, আমি কেবল নিউজিল্যান্ড সিরিজেই থাকতে পারছি না। কারণ ইনজুরি থেকে সেরে ওঠার পর নিজেকে প্রস্তুত করতে আরও কিছুটা সময়ের প্রয়োজন। তবে আমার লক্ষ্য অবশ্যই ২০১৯ বিশ্বকাপ। আমি এই শিরোপাটি জিততে চাই।’ তিনি আরও যোগ করেন, ‘অবশ্যই আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছি না। আমি কোন ফরর্মেটেই অবসর নিচ্ছি না। আর এটাই নিশ্চিত। এমন কোন কিছুই আমি করছি না।’ ডি ভিলিয়ার্স টেস্ট খেলা না ছাড়লেও তাতে যে সহজে ধারাবাহিক হতে পারছেন না, তা বোঝা গেছে এ কথাতেই, ‘অন্য ফরর্মেটে খেলাটাও জরুরী। তবে এরজন্য মানসিক ও শারীরিকভাবে আমাকে ভাল অবস্থায় থাকতে হবে। আর আমি আপাতত ২০১৯ বিশ্বকাপকেই পাখির চোখ করেছি।’ লক্ষ্যের সঙ্গে সঙ্গে ভিলিয়ার্স আরও জানিয়েছেন যে, তিনি চোট থেকে সুস্থ হয়ে উঠছেন। আর আশা করছেন ২৫ জানুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় টি২২০ দিয়েই মাঠে ফিরতে পারবেন। গত বছরের জানুয়ারির পর সাদা পোশাকে আর খেলেননি ডি ভিলিয়ার্স। সেবার ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের টেস্ট সিরিজে হাশিম আমলার উত্তরসূরি হিসেবে তাকেই অধিনায়ক করা হয়েছিল। জুলাইয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে ইনজুরিতে পড়েন। অস্ট্রেলিয়ার সঙ্গে ওয়ানডে সিরিজের পর টেস্ট সিরিজেও খেলতে পারেননি। পরে নিজ দেশে শ্রীলঙ্কার বিপক্ষেও টেস্ট সিরিজে খেলেননি। এ সময় প্রোটিয়াদের টেস্ট অধিনায়ক পাকাপাকিভাবে করা হয় ফাফ ডু প্লেসিসকে। ডি ভিলিয়ার্স ১০৬টি টেস্টে ৫০.৪৬ গড়ে ৮ হাজার ৭৪ রান করেছেন। আছে ২১টি সেঞ্চুরি ও ৩৯টি হাফ সেঞ্চুরি।
×