ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বরফনগর

প্রকাশিত: ০৫:৫৬, ১৮ জানুয়ারি ২০১৭

বরফনগর

শীতকালটা সত্যিকারের শীতের মধ্যে কাটাতে চান? এ্যান্টার্কটিকা মহাদেশে চলে যান। কিন্তু কথা হলো, সেখানে তো আপনি নাগরিক সুবিধাগুলো পাবেন না। তাহলে কী করা? আপনার জন্য অপেক্ষা করছে চীনের হারবিন শহর। ওটাকে আপনি চাইলে বরফনগরী হিসেবে ধরে নিতে পারেন। দক্ষিণ চীনের হেইলিংজিয়াং প্রদেশের রাজধানী শহর হারবিনে প্রতিবছর অনুষ্ঠিত হয় ইন্টারন্যাশনাল স্নো এ্যান্ড আইস ফেস্টিভ্যাল। এতে থাকে বরফে তৈরি বড় বড় সব প্রাসাদ। গত তেত্রিশ বছর ধরে হারবিনে চলে আসছে এ শীতকালীন বরফ উৎসব। উৎসবটি কয়েক ভাগে ভাগ হয়ে থাকে। প্রধান আকর্ষণ হলো হারবিনের বরফ এবং তুষার রাজ্য। সাড়ে সাত লাখ বর্গমিটার জুড়ে এক লাখ ৮০ হাজার ঘনমিটার আয়তনের জায়গায় স্নাইস দিয়ে তৈরি হয় এই বরফের স্বর্গরাজ্য। ১৯৬৩ সালে স্থানীয়রা বরফ উৎসবের মাধ্যমে শুরু করেছিল এই উৎসব। সাদামাটা সে উৎসব এখন আন্তর্জাতিক আকর্ষণের কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। মাঝখানে চীনের সাংস্কৃতিক বিপ্লবের সময় ১০ বছরের জন্য নিষিদ্ধ ছিল এটা। বরফের ভাস্কর্যগুলো তৈরি করা হয় স্থানীয় লোকাচার ও ঐতিহ্যকে ভিত্তি করে। প্রতিবছরই এর ধরন পাল্টায়। চীনের আবহমান ঐতিহ্য, চিরায়ত লোকাচার ও দেবদেবীর ভাস্কর্য পর্যটকদের চোখ ও মনকে আকর্ষণ করে। -সিএনএন অবলম্বনে
×