ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাবেক ৩ কর্মকর্তাসহ ৯ জনের পাঁচ বছর করে কারাদণ্ড

প্রকাশিত: ০৫:৫৪, ১৮ জানুয়ারি ২০১৭

সাবেক ৩ কর্মকর্তাসহ ৯ জনের পাঁচ বছর করে কারাদণ্ড

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ জাল জালিয়াতির মাধ্যমে রাষ্ট্রায়াত্ত অগ্রণী ব্যাংকের প্রায় কোটি টাকা আত্মসাতের ঘটনায় তিন সাবেক কর্মকর্তা ও ছয় ব্যবসায়ীকে ৫ বছর করে সশ্রম কারাদণে- দণ্ডিত করা হয়েছে। খালাস পেয়েছেন ২ জন। মঙ্গলবার চট্টগ্রামের বিভাগীয় বিশেষ আদালত এ রায় দেন। ঘটনাটি ২৮ বছর আগের। অগ্রণী ব্যাংকের খাতুনগঞ্জ শাখায় জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের এ ঘটনা ঘটে। দ-প্রাপ্তরা হলেন ব্যাংকের তৎকালীন শাখা ব্যবস্থাপক আনসারুল হক, ক্যাশ ইনচার্জ আব্দুস শুক্কুর ও ক্যাশিয়ার মঈনউদ্দিন চৌধুরী এবং ৬ ব্যবসায়ী হলেন- স্বপন কুমার ঘোষ, আবদুন নুর, জামাল উদ্দিন, কোরবান আলী, আজিজুর রহমান ও শহীদুল আমান। তারা বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিক। খালাস পেয়েছেন ব্যাংকের বৈদেশিক বাণিজ্য বিভাগের সাবেক ইনচার্জ ইছহাক চৌধুরী ও একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোহাম্মদ হোসেন। রায় ঘোষণার সময় আদালতে শুধুমাত্র ইছহাক চৌধুরী উপস্থিত ছিলেন। বাকিরা সকলেই পলাতক। আদালত সূত্রে জানা গেছে, ভুয়া ঋণপত্র খুলে আসামিদের সঙ্গে পরস্পর যোগসাজশে ব্যাংকের প্রায় কোটি টাকা আত্মসাত করা হয়। ১৯৮৮ সালের ১৩ অক্টোবর তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করে। পরে আসামিদের বিরুদ্ধে অভিযোগ দাখিল হয়। এরপর দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে মঙ্গলবার রায় ঘোষিত হয়।
×