ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত মাঠে মার্কেট নির্মাণ নয় ॥ হাইকোর্ট

প্রকাশিত: ০৫:৫৩, ১৮ জানুয়ারি ২০১৭

চট্টগ্রামে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত মাঠে মার্কেট নির্মাণ নয় ॥ হাইকোর্ট

স্টাফ রিপোর্টার ॥ চট্টগ্রামের চন্দনাইশের বরকল এস জেড উচ্চ বিদ্যালয়ে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত মাঠে মার্কেট নির্মাণে নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট। এ বিষয়ে এক রিট আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি আবু তাহের মোঃ সাইফুর রহমানের বেঞ্চ অন্তর্বর্তীকালীন আদেশসহ রুল জারি করে। এছাড়াও মার্কেট নির্মাণ করতে গিয়ে ভেঙ্গে ফেলা স্কুলের সীমানা প্রাচীর আগের অবস্থায় ফিরিয়ে দিতে নির্দেশ দেয়া হয়েছে। এ বিষয়ে ৩০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এ ছাড়া মার্কেট নির্মাণ রোধে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার সচিব, পরিকল্পনা সচিব, শিক্ষা সচিব, এলজিইডির প্রধান প্রকৌশলী, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও স্কুলের ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যানকে রুলের জবাব দিতে বলা হয়েছে। কাদের সিদ্দিকীর মনোনয়ন ॥ টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপনির্বাচনে আব্দুল কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বৈধ নয় বলে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপীলের শুনানি হবে আজ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে পূর্ণাঙ্গ আপীল বেঞ্চে এ শুনানি হবে বলে জানিয়েছেন আইনজীবী রাগীব রউফ চৌধুরী।
×