ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মোবাইলের জন্য স্কুলছাত্রকে হত্যা

প্রকাশিত: ০৫:৪৭, ১৮ জানুয়ারি ২০১৭

মোবাইলের জন্য স্কুলছাত্রকে হত্যা

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরের শ্রীপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক স্কুলছাত্রকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশ নিহতের এক বন্ধুকে আটক করেছে। নিহতের নাম হিমেল (১৩)। সে ময়মনসিংহের গফরগাঁও থানার মুথারচর গ্রামের দুবাই প্রবাসী কাজল মিয়ার ছেলে এবং শ্রীপুর উপজেলার ত্রিমোহনী এলাকার বিডি ইসলামিয়া উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র। শ্রীপুর মডেল থানার এসআই বিনয় কুমার জানান, শ্রীপুর উপজেলার নান্দিয়াসাংগুনে নানা আবু তালেবের বাড়িতে থেকে লেখাপড়া করত হিমেল। সোমবার সন্ধ্যা সাতটার দিকে কে বা কারা তাকে মোবাইল করে বাড়ি থেকে বাইরে ডেকে নেয়। রাতে হিমেল আর বাড়ি ফেরেনি এবং তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। হিমেলের খালা ফাতেমা জানান, রাতভর সম্ভাব্য স্থানে খুঁজে হিমেলের সন্ধান পাওয়া যায়নি। মঙ্গলবার সকাল দশটার দিকে নানার বাড়ির অদূরে ধান ক্ষেতের কাঁদার মধ্যে হিমেলের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ দুপুরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ নিহতের বন্ধু মাসুদকে (১৫) আটক করেছেন, আটক মাসুদ স্থানীয় নান্দিয়াসাংগুন এলাকার রফিকুল ইসলামের ছেলে। পুলিশ ও নিহতের খালা ফাতেমা বেগম প্রাথমিকভাবে ধারণা করছে, বিদেশ থেকে বাবার পাঠানো হিমেলের মূল্যবান মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়ার জন্যই ঘাতকরা হিমেলকে কাঁদায় মুখ চেপে ধরে শ্বাসরোধ করে হত্যা করেছে। ঘাতকরা মোবাইল ফোনটি লুটে নিয়ে তা বন্ধ করে দিয়েছে।
×