ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হিন্দু বাড়িঘরে আগুন

৮০ দিন পর মুক্ত আলোচিত রসরাজ দাস

প্রকাশিত: ০৫:৪৬, ১৮ জানুয়ারি ২০১৭

৮০ দিন পর মুক্ত আলোচিত রসরাজ দাস

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ ৮০ দিন পর জামিনে মুক্তি পেয়েছে রসরাজ দাস। মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে সে অন্তর্বর্তীকালীন জামিন পায়। কারামুক্ত হয়ে স্বজনদের সঙ্গে বাড়ির পথে রওনা হয়। বেলা সাড়ে ১১টায় রসরাজের জামিন সংশ্লিষ্ট কাগজপত্র কারাগারে এসে পৌঁছে। এরপর আনুষ্ঠানিকতা শেষে কারাগার থেকে মুক্তি মেলে তার। এর আগে সোমবার রসরাজ দাসকে জামিন শুনানির জন্য জেলা ও দায়রা জজ আদালতে হাজির করে পুলিশ। শুনানির পর বিচারক মোঃ ইসমাঈল হোসেন পুলিশের পরবর্তী তদন্ত প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত তার অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। গত বছরের ২৯ অক্টোবর রসরাজের ফেসবুক আইডি থেকে পবিত্র কাবা শরীফকে ব্যঙ্গ করে ছবি পোস্টের ঘটনায় একই দিন নাসিরনগর থানা পুলিশ বাদী হয়ে তথ্য প্রযুক্তি আইনে (আইসিটি) একটি মামলা দায়ের করে। পরের দিন ৩০ অক্টোবর এ মামলায় রসরাজকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ। কাবা শরীফের ছবি বিকৃতের ঘটনায় সেখানে তা-ব চলে। স্থানীয় ১৫টি মন্দির ও অর্ধশত হিন্দু ঘরবাড়ি ভাঙচুর করা হয়। এরপর ধারাবাহিক আগুন দেয়ার ঘটনা ঘটে হিন্দুবাড়িতে। রাজনৈতিক কারণে স্থানীয় মন্ত্রীকে কুপোকাত করতে এসব ঘটনা সৃিষ্ট করা হয় বলে আলোচনা ছড়িয়ে পড়ে। পুলিশ বলেছে, হিন্দুবাড়িতে আগুন দেয়ার রহস্য বের করতে তারা মাঠে নেমেছে। এর সঙ্গে যারা জড়িত তাদের নাম ঠিকানা পুলিশ সংগ্রহ করেছে। জেলা পুলিশের একজন কর্মকর্তা বলেন, কোন অবস্থাতেই অগ্নি সংযোগকারীদের ছাড় দেয়া হবে না। তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবু জাফর জনকণ্ঠকে বলেন, হিন্দুবাড়িতে আগুন দেয়ার মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান শেখ আবদুল আহাদকে গ্রেফতার দেখানো হয়েছে। উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অঞ্জন দেবের বাড়িতে আগুন দেয়ার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয় এবং মঙ্গলবার তাকে মামলার তদন্তকারী কর্মকর্তা অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সফিকুল ইসলামের বিচারিক আদালতে হাজির করে। তার পাঁচ দিনের রিমান্ড প্রার্থনা করে পুলিশ। আদালত শুনানি শেষে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। ২৭ ডিসেম্বর উপজেলা সদরের ঘোষপাড়ার নিজ বাড়ি থেকে শেখ আবদুল আহাদকে গ্রেফতার করে পুলিশ। আহাদ নাসিরনগর সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক। ঐ সময় তাকে দত্তবাড়ির মন্দির ভাঙচুর মামলায় গ্রেফতার দেখানো হয়। পুলিশ জানায়, অঞ্জন দেবের বাড়িতে আগুন দেয়ার মামলায় হরিপুরের ইউপি চেয়ারম্যান দেওয়ান অতিকুর রহমান আঁখিকে গ্রেফতার দেখানো হয়েছে। বুধবার তাকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড চাওয়া হবে। গত পাঁচ জানুয়ারি ঢাকার ভাটরা এলাকা থেকে পুলিশ আঁখিকে গ্রেফতার করে। উল্লেখ্য, ৩০ অক্টোবর নাসিরনগরে হিন্দু বাড়িঘর ও মন্দিরে ভাঙচুর ও পরবর্তীকালে অগ্নিসংযোগের ঘটনায় থানায় আটটি পৃথক মামলা হয়। এ ঘটনায় এ পর্যন্ত ১০৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
×