ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সুনামগঞ্জে আওয়ামী লীগের দু’পক্ষে সংঘর্ষ ॥ ৩ জন নিহত

প্রকাশিত: ০৫:৪৪, ১৮ জানুয়ারি ২০১৭

সুনামগঞ্জে আওয়ামী লীগের দু’পক্ষে সংঘর্ষ ॥ ৩ জন নিহত

নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ, ১৭ জানুয়ারি ॥ দিরাইয়ে জলমহাল দখল নিয়ে দু’পক্ষের মাঝে গোলাগুলি ও সংঘর্ষে তিনজন নিহত ও ১৫জন আহত হয়েছে। মঙ্গলবার দুপুরে দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের জালিয়া জলমহালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। একজন ঘটনাস্থলে এবং অন্য দু’জন হাসপাতালে নেয়ার পর মারা যান। ঘটনাস্থলে নিহত তাজুল ইসলাম (৩২) কুলঞ্জ ইউনিয়নের হাতিয়া গ্রামের সানাউল্লার পুত্র এবং সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর আকিননগর গ্রামের ইছাক মিয়ার পুত্র শাহারুল (২৫), একই গ্রামের মৃত আমান উল্লাহর পুত্র উজ্জ্বল মিয়া (২৮) মারা যান বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫জন। জানা যায়, উপজেলার জালিয়া জলমহাল নিয়ে স্থানীয় একরার হোসেন ও মাসুক চৌধুরীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে মঙ্গলবার দুপুরে আগ্নেয়াস্ত্রসহ দু’পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে তাজুল ইসলাম নামের একজন ঘটনাস্থলেই নিহত হয়। পরে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর আকিন নগর গ্রামের ইছাক মিয়ার পুত্র শাহারুল, একই গ্রামের মৃত আমান উল্লাহর পুত্র উজ্জ্বল মিয়া মারা যায়। আহতরা হলেন, হাতিয়া গ্রামের, আল আমিন, মুজাফর। বাকিদের নাম জানা যায়নি। আহতরা সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গুরুতর আহতদের প্রথমে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমিক চিকিৎসা দিয়ে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এলাকাবাসী জানায়, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর গ্রুপ সমর্থিত উপজেলা যুবলীগ নেতা একরার হোসেনের ও সুরঞ্জিত সেনগুপ্ত গ্রুপের কুলঞ্জ গ্রামের আওয়ামী লীগ নেতা মাসুক মিয়া মেম্বারের লোকজনের মাঝে এ সংঘর্ষ হয়েছে।
×