ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কক্সবাজার সফর শেষে নরডিক রাষ্ট্রদূতরা

নির্যাতনের মুখে রোহিঙ্গারা বাংলাদেশে পালিয়ে এসেছে

প্রকাশিত: ০৫:৩৯, ১৮ জানুয়ারি ২০১৭

 নির্যাতনের মুখে রোহিঙ্গারা বাংলাদেশে পালিয়ে এসেছে

কূটনৈতিক রিপোর্টার ॥ সহিংসতা ও নির্যাতনের মুখে মিয়ানমারের রোহিঙ্গারা বাংলাদেশে পালিয়ে এসেছেন বলে জানিয়েছেন নরডিক দেশের রাষ্ট্রদূতরা। রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণে তারা কক্সবাজারের শরণার্থী ক্যাম্পও পরিদর্শন করেছেন। মঙ্গলবার ঢাকার ডেনমার্ক দূতাবাস এ তথ্য জানিয়েছে। রোহিঙ্গা শরণার্থী পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বাংলাদেশে অবস্থিত নরডিক দেশের তিন রাষ্ট্রদূত কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। সুইডেনের রাষ্ট্রদূত জোহান ফ্রিসেল, ডেনমার্কের রাষ্ট্রদূত মাইকেল এইচ উইন্টার ও নরওয়ের রাষ্ট্রদূত সিডসেল ব্লেকেন কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেন। ডেনমার্ক দূতাবাস জানিয়েছে, কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনের সময় নরডিক দেশের তিন রাষ্ট্রদূত সোফিয়া নামে এক শরণার্থী শিশুর সঙ্গে আলাপ করেন। নয় বছর বয়সী সোফিয়া তার মায়ের সঙ্গে শরণার্থী ক্যাম্পে রয়েছে। তার আরও তিন বোন ও এক ভাইও রয়েছে। তবে সে স্কুলে যায় না। গত অক্টোবর থেকে বাংলাদেশে প্রায় ৬৫ হাজার রোহিঙ্গা মুসলিম প্রবেশ করেছে। এছাড়া এর আগে থেকেই বাংলাদেশে তিন থেকে পাঁচ লাখ রোহিঙ্গা শরণার্থী অবস্থান করছে। নরডিক দেশের রাষ্ট্রদূতরা কক্সবাজারের নয়াপাড়া ও লেদা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেছেন। জাদিমোরা গ্রামের নিকট অবস্থিত লেদা ক্যাম্পে নতুন করে আসা রোহিঙ্গা শরণার্থীরা অবস্থান করছেন। নরডিক দেশগুলো রোহিঙ্গা শরণার্থীদের সহযোগিতা করে আসছে বলে জানিয়েছে ডেনমার্ক দূতাবাস। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার অফিসকে (ইউএনএইচসিআর) সহযোগিতার ক্ষেত্রে দ্বিতীয় বৃহত্তম তহবিলদাতা দেশ নরডিক। সূত্র জানায়, রোহিঙ্গা পরিস্থিতি খতিয়ে দেখতে জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনারের দফতরের একটি প্রতিনিধি দল ইতোমধ্যেই বাংলাদেশ সফর করেছেন। প্রতিনিধি দলের সদস্যরা গত সপ্তাহে কক্সবাজারের রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় গিয়েছিলেন। জাতিসংঘের প্রতিনিধি দলের পাশাপাশি বাংলাদেশের নরডিক তিন দেশের রাষ্ট্রদূতরাও রোহিঙ্গা পরিস্থিতির বিষয়ে বিস্তারিত জানতে কক্সবাজার সফর করেন। এদিকে রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণে বর্তমানে জাতিসংঘের একটি প্রতিনিধি দল মিয়ানমার সফরে রয়েছেন। মিয়ানমারের প্রতিনিধি দল সোমবার রাখাইন এলাকা পরিদর্শন শেষ করেছেন। আগামী ২০ জানুয়ারি জাতিসংঘের মিয়ানমারের প্রতিনিধি দল নেপিডোয় সংবাদ সম্মেলনের মাধ্যমে রোহিঙ্গা পরিস্থিতি গণমাধ্যমে তুলে ধরবেন। গত ৯ অক্টোবর মিয়ানমারের তিনটি সীমান্ত পোস্টে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় সেদেশের নয় সীমান্ত পুলিশের মৃত্যুর পর আশপাশের এলাকাগুলোয় ব্যাপক ধরপাকড় শুরু হয়। রাখাইন রাজ্যের রোহিঙ্গা অধ্যুষিত জেলাগুলোয় শুরু হয় সেনাবাহিনীর অভিযান। ফলে বাংলাদেশ সীমান্তে নতুন করে শরণার্থীর ঢল নামে। এই প্রেক্ষাপটে ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে পরিস্থিতি সামাল দিতে উদ্যোগী হওয়ার তাগিদ দেয়া হয় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। বাংলাদেশমুখী রোহিঙ্গা স্রোত নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনার মধ্যে মিয়ানমারের স্টেট কাউন্সিলর আউং সান সুচির বিশেষ দূত হিসেবে ঢাকা সফর করেছেন দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইউ কিউ তিন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও পররাষ্ট্র সচিব এম শহীদুল হকের সঙ্গে পৃথক বৈঠক করেন।
×