ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

না’গঞ্জ ডকইয়ার্ডে নির্মিত ২ হারবার প্যাট্রোল বোট কোস্ট গার্ডের নিকট হস্তান্তর

প্রকাশিত: ০৫:১৫, ১৮ জানুয়ারি ২০১৭

না’গঞ্জ ডকইয়ার্ডে নির্মিত ২ হারবার প্যাট্রোল বোট কোস্ট গার্ডের নিকট হস্তান্তর

বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে বাংলাদেশ কোস্ট গার্ডের জন্য নির্মিত দুটি হারবার প্যাট্রোল বোট (এইচপিবি) ‘এইচপিবি বুড়িগঙ্গা’ এবং ‘এইচপিবি শীতলক্ষা’ সোমবার কোস্ট গার্ডের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী। এছাড়া অন্যান্যের মধ্যে নারায়ণগঞ্জ ডকইয়ার্ড এ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক কমোডর শেখ আরিফ মাহমুদসহ নৌবাহিনী এবং কোস্ট গার্ডের উর্ধতন কর্মকর্তা, বিদেশী জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান ডেসটিনি শিপ বিল্ডিং এ্যান্ড ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং নারায়ণগঞ্জের স্থানীয় প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। -আইএসপিআর খাবার পানির জন্য ভারতের কাশ্মীরে এখন তীব্র ঠা-া। তুষারে ঢাকা পড়েছে পথঘাট। এরই মধ্য দিয়ে কাশ্মীরী নারীরা মাথায় কলসি নিয়ে শ্রীনগরের উপকণ্ঠে ছুটে চলেছেন খাবার পানি আনতে। শূন্য ডিগ্রী তাপমাত্রায় কাশ্মীরের অনেক জলাশয় ও ট্যাপের পানি জমে বরফ হয়েছে। -এএফপি মাইন শনাক্তে ড্রোন ভারতের শিক্ষার্থী হর্ষবর্ধন ঝালা। বয়স মাত্র ১৪। সে সম্প্রতি আহমেদাবাদের উপকণ্ঠে তার উদ্ভাবিত ড্রোন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ কর্মকর্তাদের দেখাচ্ছে। স্থলমাইনের কারণে সেনাবাহিনীতে বড় ধরনের ক্ষয়ক্ষতির কথা জানার পর হর্ষবর্ধন স্থলমাইন শনাক্তকারী ড্রোনের নমুনা নিয়ে কাজ শুরু করে এবং এর উন্নয়নে সরকারের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। - এএফপি
×