ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ড. দিলীপ কুমার পরমাণু শক্তি কমিশনের সদস্য

প্রকাশিত: ০৫:১৫, ১৮ জানুয়ারি ২০১৭

ড. দিলীপ কুমার পরমাণু শক্তি কমিশনের সদস্য

ড. দিলীপ কুমার সাহা বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সদস্য (ভৌত বিজ্ঞান) নিয়োগ দেয়া হয়েছে। সম্প্রতি এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগ দেয়া হয়। ইতোপূর্বে তিনি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের অধিনস্ত পরমাণু শক্তি কেন্দ্র, ঢাকার পরিচালকের দায়িত্ব পালন করেন। ড. সাহা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থ বিজ্ঞান ও ইলেক্ট্রনিক্স বিভাগ থেকে এমএসসি ডিগ্রী অর্জনের পর ১৯৮৩ সালে পরমাণু শক্তি কেন্দ্র, ঢাকায় বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে চাকরিতে যোগদান করেন। তিনি বর্তমানে এক্সআরডি ও ন্যানোটেকনোলজির ওপর গবেষণা করছেন। -বিজ্ঞপ্তি দুই শিবিরকর্মী রিমান্ড শেষে কারাগারে এমপি লিটন হত্যা নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১৭ জানুয়ারি ॥ সুন্দরগঞ্জ আসনের সরকারদলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় শিবির ক্যাডার আশরাফুল ইসলাম ও জহুরুল ইসলামকে দু’দিনের রিমান্ড শেষে মঙ্গলবার পুলিশ জেলহাজতে প্রেরণ করেছে। এই দুই আসামির কাছ থেকে পুলিশ কোন তথ্য উদঘাটন করতে পেরেছে কিনা, সে বিষয়ে কিছু জানা যায়নি। পুলিশের একটি সূত্র জানায়, এমপি লিটন হত্যাকান্ড তদন্তে নিয়োজিত র‌্যাব, পিবিআই, পুলিশ এবং গোয়েন্দা বিভাগের দলগুলোতে আরও নতুন নতুন চৌকস অফিসার আনা হচ্ছে। এই হত্যাকা-ে জড়িত সন্দেহে এ পর্যন্ত নয় জনকে গ্রেফতার দেখানো হয়েছে।
×