ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিআরটিএ’র সড়ক নিরাপত্তামূলক প্রচার কর্মসূচী পালন

প্রকাশিত: ০৫:১৪, ১৮ জানুয়ারি ২০১৭

বিআরটিএ’র সড়ক নিরাপত্তামূলক প্রচার কর্মসূচী পালন

বিআরটিএ সদর কার্যালয়ের উদ্যোগে মঙ্গলবার ঢাকা-আরিচা মহাসড়কে সাভার হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় সড়ক নিরাপত্তা ও গণসচেতনতা বৃদ্ধিমূলক প্রচার এবং বিআরটিএ’র ২টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। সড়ক নিরাপত্তা ও জনসচেতনতা বৃদ্ধিমূলক প্রচারে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের এমপি অংশগ্রহণ করেন। কর্মসূচী চলাকালে যানবাহন ও জনসাধারণের মধ্যে সড়ক নিরাপত্তামূলক স্টিকার ও লিফলেট বিতরণ করা হয়। এই সময় মন্ত্রী উক্ত স্থানে বিআরটিএ’র পরিচালিত ২টি ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শন করেন। কর্মসূচীতে বিশিষ্ট কলামিস্ট ও গবেষক সৈয়দ আবুল মকসুদ, ডাঃ মোঃ এনামুর রহমান এমপি, বিআরটিএ’র পরিচালক (এনফোর্সমেন্ট) নাজমুল আহসান মজুমদার, পরিচালক (ইঞ্জি.) নূরুল ইসলাম, পরিচালক (রোড সেফটি) শেখ মোহাম্মদ মাহবুব-ই-রব্বানী, বিআরটিএ’র কর্মকর্তা/কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, কর্মী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। কর্মসূচী চলাকালে মহাসড়কের হেমায়েতপুর বাসস্ট্যান্ডে বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মুনিবুর রহমানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত মহাসড়কে ত্রুটিপূর্ণ ও অবৈধভাবে চালিত যানবাহনের বিরুদ্ধে ৩৯ মামলায় ৭৮ হাজার টাকা জরিমানা ও ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদ- প্রদান করেছে। একই স্থানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আব্দুস সালামের নেতৃত্বে অপর একটি ভ্রাম্যমাণ আদালত ১৭টি মামলায় ৩৮ হাজার টাকা জরিমানা এবং ২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদ- প্রদান করেছে। এছাড়া বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজিত হাওলাদারের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত মহানগরীর আরামবাগ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে যানবাহনে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৪৫ মামলায় ৬৩ হাজার ৭০০ টাকা জরিমানা আদায়, ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদ- প্রদান এবং ২টি যানবাহনকে ডাম্পিং স্ট্রেশনে প্রেরণ করেছে। -বিজ্ঞপ্তি দ. সুদানে বাংলাদেশ সেনাবাহিনীর কন্টিনজেন্ট মোতায়েন দক্ষিণ সুদানে বাংলাদেশ সেনাবাহিনীর কন্টিনজেন্ট মোতায়েন করা হয়েছে। গত ১৩ জানুয়ারি ৮শ’ ৫০ জনের নতুন পদাতিক কন্টিনজেন্টের অগ্রগামী দলের প্রথম ফ্লাইটের মাধ্যমে দক্ষিণ সুদানে সেনা মোতায়েন কার্যক্রম শুরু হয়। খবর বাসসর। সোমবার এক আইএসপিআর বিজ্ঞপ্তিতে জানা গেছে, এর আগে গত বছরের ডিসেম্বরে জাতিসংঘ সদর দফতরের সিদ্ধান্ত অনুযায়ী খুবই অল্প সময়ে বাংলাদেশ থেকে ৮শ’ ৫০ জনের একটি পদাতিক কন্টিনজেন্ট দক্ষিণ সুদানে মোতায়েনের সিদ্ধান্ত গৃহীত হয়।
×