ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:১৩, ১৮ জানুয়ারি ২০১৭

টুকরো খবর

চকরিয়ায় বালু উত্তোলন, মেশিন জব্দ স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ চকরিয়া সাহারবিল ইউনিয়ন পরিষদের সামনে পরিবেশ আইন অমান্য করে মাতামুহুরী নদী থেকে মেশিন বসিয়ে বালু উত্তোলনকালে উপজেলা ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতার মেশিন ও বিপুল পরিমাণ পাইপ জব্দ করেছে। অভিযানে আসছে টের পেয়ে বালু উত্তোলনে জড়িতরা পালিয়ে যায়। মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহাবুব-উল করিম এ অভিযান পরিচালনা এবং এতে অংশ নেন চিরিঙ্গা ভূমি কর্মকর্তা মোহাম্মদ সাহেদ ও চকরিয়া থানার পুলিশদল। জানা গেছে, সাহারবিল ইউনিয়ন পরিষদের সামনে নদীর পয়েন্টে মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সাবেক প্যানেল চেয়ারম্যান সাকের উল্লাহর নেতৃত্বে একটি প্রভাবশালী চক্র। এভাবে বালু উত্তোলনের কারণে ওই এলাকার অন্তত দুই শতাধিক বসতবাড়ি নদী ভাঙ্গনের কবলে পড়েছে। ইতোমধ্যে সম্পন্ন করা কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য প্রতিরক্ষা উন্নয়ন প্রকল্পের কাজও হুমকির মুখে পড়ে। সেখানে নতুন করে ভাঙ্গনের কবলে পড়ার আশঙ্কা দেখা দেয়। আদিবাসীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ গাইবান্ধার সাহেবগঞ্জ বাগদাফার্মে আদিবাসী ও বাঙালীদের ওপর হামলা, লুটপাট, খুন, অগ্নিসংযোগ, হয়রানির প্রতিবাদ ও সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে জাতীয় আদিবাসী পরিষদ। মঙ্গলবার দুপুরে নগরীতে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সাহেববাজার জিরো পয়েন্টে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সাঁওতালদের ওপর হামলা ও উচ্ছেদের ঘটনায় বিচারের দাবি জানানো হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশে রাজশাহী জেলা আদিবাসী পরিষদের সভাপতি বিমল চন্দ্রের সভাপতিত্বে বক্তব্য দেন, কেন্দ্রীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রবিন্দ্রনাথ সরেন, সাধারণ সম্পাদক সাধীন চন্দ্র মু-া, উদীচী রাজশাহীর সাধারণ সম্পাদক সুজিত সরকার, মহিলা পরিষদের রাজশাহী জেলা সভাপতি কল্পনা রায় ও জাতীয় আদিবাসী পরিষদের দফতর সম্পাদক সুবাস চন্দ্র হেমরম প্রমুখ। সীতাকুণ্ডে পুলিশ পরিচয়ে ডাকাতি নিজস্ব সংবাদদাতা, সীতাকু-, চট্টগ্রাম, ১৭ জানুয়ারি ॥ সীতাকুণ্ডে গভীররাতে পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। এতে সংঘবদ্ধ ডাকাত চক্র দুটি গাড়ির প্রায় ৭ লাখ টাকার মালামাল লুট করে। সোমবার রাত ২টায় উপজেলার ভাটিয়ারী ইমাম নগর এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, গভীররাতে ১০-১২ জনের সংঘবদ্ধ ডাকাত চক্র ইমাম নগর এলাকার ব্যবসায়ী সোলেমানের বাড়িতে প্রবেশের চেষ্টা চালায়। এ সময় তারা পুলিশ পরিচয় দিয়ে বাড়ির নিরাপত্তা প্রহরি ঝুংকুকে গেট খুলতে বলে। এক পর্যায়ে ডাকাতরা বাড়ির দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে নিরাপত্তা প্রহরিকে গাছের সঙ্গে বেঁধে রাখে। ডাকাতরা বাড়ির ভেতরে থাকা প্রিমিও মডেলের একটি প্রাইভেটকার ও একটি এক্স নোহা গাড়ির প্রায় সাত লাখ টাকা মূল্যমানের যন্ত্রাংশ লুট করে পালিয়ে যায়। টাঙ্গাইলের আট দোকান ভস্মীভূত নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ১৭ জানুয়ারি ॥ সদর উপজেলার করটিয়া হাটে আগুন লেগে কোটি টাকার কাপড় পুড়ে গেছে। মঙ্গলবার সকালে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। এ সময় হাটের দেড় শতাধিক ভিটা পুড়ে যায়। জানা গেছে, সকাল নয়টার দিকে করটিয়া বাজারে অগ্নিকা-ের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। রাজশাহী স্টাফ রিপোর্টার রাজশাহী থেকে জানান, বিদ্যুতের শর্ট সর্কিট থেকে সৃষ্ট আগুনে বাঘায় ছিটকাপড় ও দর্জির দোকান ভস্মীভূত হয়েছে। এতে প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। সোমবার গভীর রাতে উপজেলার বাউসা বাজারের আব্দুল খালেকের দোকানে এ ঘটনা ঘটে। আব্দুল খালেক জানান, তার ছিটকাপড় ও দর্জির দোকানে থাকা নিজস্ব ছিটকাপড়, সেলাই মেশিন, অর্ডারকৃত তৈরি শার্ট-প্যান্ট এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ড্রেসসহ তার দোকান ঘর পুড়ে ছাই হয়ে গেছে। তিনি জানান, সোমবার রাত ৮টার দিকে তিনি দোকান বন্ধ করে বাড়িতে যান। এরপর রাত সাড়ে ১২টার সময় তাকে মোবাইল ফোনে জানানো হয় তার দোকানে আগুন লেগেছে। তাৎক্ষণিক তিনি দোকানে গিয়ে দেখেন স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করছেন। ততক্ষণে দোকানের মালামাল ও আসবাব ভস্মীভূত হয়ে যায়। বাল্যবিয়ের বিশেষ বিধান বাতিল দাবিতে বিক্ষোভ নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১৭ জানুয়ারি ॥ ‘বাল্যবিবাহ নিরোধ আইন’ ১৬ এর বিশেষ বিধান বাতিল ও মেয়েদের বিয়ের বয়স ১৮ বছর বহাল রাখাসহ অপসংস্কৃতি-অশ্লীলতা, মাদক, জুয়া, নারী-শিশু নির্যাতন বন্ধ ও পর্নো ওয়েবসাইড বন্ধের দাবিতে মঙ্গলবার গাইবান্ধা শহরে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র গাইবান্ধা জেলা শাখা এই কর্মসূচীর আয়োজন করে। পরে শহরের ১নং রেলগেটে সংগঠনের জেলা সভাপতি অধ্যাপক রোকেয়া খাতুনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী, সহ-সভাপতি সুভাসিনী দেবী, শামীম আরা মিনা প্রমুখ। বরিশালে চার রোহিঙ্গা নারী-পুরুষ আটক স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নগরীর আমতলার মোড় এলাকা থেকে মঙ্গলবার ভোরে মিয়ানমার থেকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করা চার রোহিঙ্গা নারী ও পুরুষকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেনÑ মিয়ানমারের নাপপুরা এলাকার হোসেন আহম্মেদ, তার বোন আমিনা খাতুন, বালিবাজার এলাকার সৈয়দ হোসেন ও তার কন্যা ইয়াসমিন। কোতোয়ালি মডেল থানার ওসি জানান, ভোরে অটোরিক্সাযোগে নগরীর আমতলা এলাকা অতিক্রম করছিল মিয়ানমারের চার রোহিঙ্গা নাগরিক। এ সময় টহল পুলিশ অটোরিক্সাটি থামিয়ে জিজ্ঞাসাবাদ করলে সন্দেহ হয়। এরপর থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করলে আটককৃতরা জানায়, তারা মিয়ানমারের চলমান নির্যাতনের হাত থেকে রক্ষা পেতে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছে। চট্টগ্রামে ১৫ প্রতিষ্ঠান দ-িত স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নোংরা পরিবেশে খাবার প্রস্তুত, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং লাইসেন্স নবায়ন না থাকাসহ বিভিন্ন অপরাধে চট্টগ্রাম নগরীর ১৫ প্রতিষ্ঠান ও ব্যক্তিকে অর্ধ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট যুথিকা সরকারের নেতৃত্বে মঙ্গলবার এ অভিযান পরিচালিত হয়। দ-িত প্রতিষ্ঠানগুলো হচ্ছে- কোতোয়ালি ক্যান্ডি, এএস মেডিকো, বনফুল, মিঠাই, সিপি ফাইভষ্টার, আর এস টেলিকম, মেসার্স বড়ুয়া ডিজিটাল স্টুডিও, মডার্ন ফেন্সী কর্ণার, স্বর্ণালী জুয়েলার্স, শাহ জালাল বিরিয়ানী প্যারাডাইস, মিরাজ ফুড, নিউ সাতকানিয়া ভাতঘর, শহীদ সোহরওয়ার্দী রোডের হোটেল শাহেন শাহ মদীনা এবং মিঠুন নন্দী, মোজাম্মেল হক। অবৈধ স্থাপনা উচ্ছেদ নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি, ১৭ জানুয়ারি ॥ কুমিল্লার তিতাসে হাইকোর্টের নির্দেশে খালের ওপর অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদ করা হয়। মঙ্গলবার জেলার সিনিয়র ম্যাজিস্ট্রেট আঃ রউফ তালুকদার উপজেলার আসমানিয়া বাজারে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। জানা যায়, নারান্দিয়া ইউনিয়নের আসমানিয়া বাজার সংলগ্ন খলিলাবাদ রঘুনাথপুর খাল ভরাট করে একটি মহল মার্কেট নির্মাণ করে। উত্তর নারান্দিয়া মৌজার ১০৯২ দাগের প্রায় ২২ শতক খাল প্রভাবশালী মহল ভরাট করায় এলাকায় বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এক পর্যায়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বাজার ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ খালটি উদ্ধারে আদালতের শরণাপন্ন হলে হাইকোর্ট খালটি উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত তিতাস থানা পুলিশ ও অতিরিক্ত পুলিশ মোতায়েনের মাধ্যমে বির্তকিত মার্কেটের প্রায় ৪৪টি দোকান ঘর উচ্ছেদ করা হয়। চট্টগ্রামে পরিবহন ধর্মঘট স্থগিত স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ টার্মিনাল নির্মাণ ও পুলিশী হয়রানি বন্ধসহ ৯ দফা দাবিতে আহ্বান করা ধর্মঘট স্থগিত করেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। বুধবার সকাল থেকে সংগঠনটির আহ্বানে চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান রুটে ৪৮ ঘণ্টা ধর্মঘট হওয়ার কথা ছিল। জানা যায়, ধর্মঘট ঘিরে উদ্বিগ্নতার প্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে ফেডারেশনের নেতাদের সঙ্গে বৈঠকে বসেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এবং ট্রাফিকের অতিরিক্ত দায়িত্বে থাকা কর্মকর্তা মাসুদ হাসান। সেখানে ফলপ্রসূ আলোচনার প্রেক্ষিতে বিকেলে পরিবহন ধর্মঘট স্থগিতের সিদ্ধান্তের কথা জানানো হয় ফেডারেশনের পক্ষ থেকে। অতিরিক্ত পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠকে আগামী ২৯ জানুয়ারি মেয়র এবং সিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়। সেখানে পরিবহন শ্রমিক সংগঠনের দাবি দাওয়ার বিষয়ে আলোচনা হবে। কিশোরগঞ্জে ৫ ট্রাভেল এজেন্সিকে জরিমানা নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ১৭ জানুয়ারি ॥ অবৈধভাবে ট্রাভেল এজেন্সি পরিচালনা ও অন্যান্য অপরাধের দায়ে পাঁচ ট্রাভেল এজেন্সিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরফদার মোঃ আক্তার জামীলের নেতৃত্বে শহরের বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়। এ সময় শহরের কালীবাড়ি মোড়ের কিশোরগঞ্জ এয়ার ট্রাভেলস ও পুরান থানা মোড়ের সুন্দরবন এয়ার ট্রাভেলস প্রত্যেককে ১০ হাজার টাকা করে এবং শহরের গৌরাঙ্গবাজার মোড়ের আজমল ট্রাভেলস এ্যান্ড টুরিস্ট, লতিফ প্লাজার জসিম টুরিস্ট এ্যান্ড ট্রাভেলস ও শহীদী মসজিদ রোডের শানে মদিনা হজ ট্রেডার্স এ্যান্ড টুরিস্ট প্রত্যেককে ৩০ হাজার টাকা করে সর্বমোট এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সিলেটে জমি নিয়ে সংঘর্ষে অর্ধশতাধিক আহত স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ মঙ্গলবার সকালে সদর উপজেলার জালালাবাদ থানার মানসীনগর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, জমি নিয়ে মানসীগ্রামের জৈন উদ্দিন ও আজমান আলীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে স্থানীয় চেয়ারম্যানসহ মুরব্বিরা সালিশে সমাধানের চেষ্টা করেও বিরোধ মেটাতে পারেননি। এক পর্যায়ে মঙ্গলবার জৈন উদ্দিনের পক্ষের লোকেরা জমির দখল নিতে গেলে আজমান আলীর পক্ষের লোকের বাধা দেয়। এতে সংঘর্ষ শুরু হয়। এ সময় দেশীয় অস্ত্র ও ইটপাটকেটের আঘাতে উভয়পক্ষের ৫০ লোক আহত হয়। শ্রীনগরে ঘরে অগ্নিসংযোগ স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নের তাঁতীরকান্দি এলাকায় প্রতিপক্ষের দেয়া আগুনে পুড়ে গেছে সাদেক আলমের বসতঘর। সোমবার গভীররাতে সাদেক আলমের তালাবদ্ধ ঘরে আগুন লাগিয়ে দেয়ার অভিযোগ উঠেছে। জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ আগুন লাগিয়ে দিতে পারে বলে মনে করা হচ্ছে। এ সময় ঘরে থাকা মূল্যবান আসবাবপত্রসহ পুরো ঘরটি পুড়ে যায়।
×