ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় সেতুর অভাবে ইউনিয়নবাসীর দুর্ভোগ

প্রকাশিত: ০৪:১২, ১৮ জানুয়ারি ২০১৭

নেত্রকোনায় সেতুর অভাবে ইউনিয়নবাসীর দুর্ভোগ

সঞ্জয় সরকার, নেত্রকোনা ॥ এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি থাকা সত্ত্বেও দুর্গাপুর উপজেলার বিরিশিরি-গাওকান্দিয়া সড়কের মাঝে চৈতাডি এলাকায় ‘শিবগঞ্জ ঢালা’র ওপর সেতু নির্মাণ করা হয়নি। এ কারণে তিনটি ইউনিয়নের অধিবাসীদের যাতায়াতের ক্ষেত্রে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। জানা গেছে, ‘শিবগঞ্জ ঢালা’ নামে পরিচিত এই শাখা নদীটি পাহাড়ী নদী সোমেশ্বরীর একটি শাখা। বিরিশিরি ও কাকৈরগড়া ইউনিয়নের কয়েকটি ওয়ার্ড ছাড়াও গাওকান্দিয়া ইউনিয়নের সব কটি ওয়ার্ডের অধিবাসীদের এ নদী পাড়ি দিয়ে উপজেলা সদরে যাতায়াত করতে হয়। প্রতিবছর এই নদী পথটি ইজারাদারকে বন্দোবস্ত দেয়া হয়। ইজারাদাররা বছরের বেশিরভাগ সময় সেখানে খেয়া নৌকার মাধ্যমে যাত্রী পারাপার করেন। অন্যদিকে শুষ্ক মৌসুমে খেয়ার বদলে নির্মাণ করেন কাঠ ও বাঁশের বিশাল সাঁকো। এলাকাবাসী প্রতিদিন ঝুঁকি নিয়ে খেয়া বা সাঁকো পাড়ি দেন। বিশেষ করে বর্ষা মৌসুমে পাহাড়ী ঢলের কারণে নদীটি যখন মারাত্মক খরস্রোতা হয়ে পড়েÑ তখন খেয়া পার হতে গিয়ে প্রায়ই দুর্ঘটনায় পড়তে হয়। গাওকান্দিয়া বাজারে ব্যবসায়ী সোহেল মিয়া জানান, এখানে পাকা সেতু না থাকায় আমাদের পণ্য পরিবহনে মারাত্মক দুর্ভোগ পোহাতে হয়। সভাপতি কায়কোবাদ সম্পাদক মিঠু রাবি রিপোর্টার্স ইউনিটি রাবি সংবাদদাতা ॥ দৈনিক জনকণ্ঠের রাবি সংবাদদাতা কায়কোবাদ খানকে সভাপতি এবং দৈনিক সানশাইনের হুসাইন মিঠুকে সাধারণ সম্পাদক করে রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির ২০১৭-১৮ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রাকসু ভবনে ইউনিটির কার্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় ২২ সদস্যের এই কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটির অন্য সদস্যরা হলেন- সহসভাপতি ইব্রাহিম খলিল, প্রদীপ দাস, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক খান, কোষাধ্যক্ষ শিহাবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাহফুজ মুন্না, দফতর সম্পাদক মর্তুজা নুর, প্রচার সম্পাদক আহমেদ ফরিদ, প্রকাশনা বিষয়ক সম্পাদক ইউনুস হৃদয় প্রমুখ। বাল্যবিয়ে বন্ধ সংবাদদাতা, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, ১৭ জানুয়ারি ॥ পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকারের হস্তক্ষেপে এক কিশোরীর বাল্যবিয়ে বন্ধ হয়েছে। সোমবার রাতে উপজেলার ভোমরাদহ ইউনিয়নের মৃত ওহিদুল হকের কন্যা রুমা আক্তার হ্যাপী (১৪) প্রতিবেশী সরবাতু’র ছেলে সাদেকের সঙ্গে বিয়ের আয়োজন করা হয়। সাংবাদিক আজিজুল হক বিষয়টি ইউএনও’কে অবগত করলে ইউএনও ওই কিশোরীর বাল্যবিয়ে বন্ধ করেছেন। ডিজিটাল মেলা নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৭ জানুয়ারি ॥ সেরা পুরস্কারে ভূষিত হয়েছে মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়ন ডিজিটাল সেন্টার। নওগাঁ জিলা স্কুল মাঠে আয়োজিত ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী দিনে এ সম্মাননা পুরস্কার তুলে দেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ মনির হোসেন। এ সময় জেলা প্রশাসক ড. মোঃ আমিনুর রহমান ও পুলিশ সুপার মোজাম্মেল হক বিপিএম, পিপিএম উপস্থিত ছিলেন। পুরস্কার গ্রহণ করেন ভারশোঁ ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন। বিগত ২০১৩ সালেও সেরা পুরস্কারে ভূষিত হয়েছিল এ সেন্টারটি।
×