ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গাজীপুরে বাস-ট্রাক সংঘর্ষ ॥ নিহত ৩, আহত ৮

প্রকাশিত: ০৪:১১, ১৮ জানুয়ারি ২০১৭

গাজীপুরে বাস-ট্রাক সংঘর্ষ ॥ নিহত ৩, আহত ৮

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ শ্রীপুরে মঙ্গলবার যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত ও ৮ জন আহত হয়েছে। নিহতরা হলো- গাজীপুর সিটি কর্পোরেশনের লক্ষীপুরা এলাকার মিজানুর রহমানের স্ত্রী শারমিন আক্তার রেখা (৩৪), নেত্রকোনা জেলার পূর্বধলা থানার কামালপুর এলাকার কাঞ্চন মিয়ার ছেলে সাজু মিয়া (১৬) এবং শেরপুর জেলার শ্রীবর্দী থানার গঙ্গারছড়ি এলাকার সুজনের স্ত্রী মর্জিনা খাতুন (২৭)। জানা গেছে ঢাকা থেকে রবিউল মুন্না পরিবহনের একটি বাস মঙ্গলবার বেপরোয়া গতিতে শেরপুর যাচ্ছিল। বাসটি দুপুরে শ্রীপুরের জৈনাবাজার এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বাসটি ওই এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। সাভারে পুলিশ নিজস্ব সংবাদদাতা সাভার থেকে জানান, সোমবার মধ্যরাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার সালেহপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় এক পুলিশ নিহত হয়েছে। নিহতের নাম আব্দুল সবুর মিয়া (৫০)। তিনি আর.আর.এফ. পুলিশ লাইন মিলব্যারাকে কর্মরত ছিলেন। তার বাড়ি ধামরাইয়ের পাথালিয়া গ্রামে। জানা গেছে, সোমবার রাত অনুমান ১২টার দিকে আমিনবাজারের সালেহপুর এলাকায় চেকপোস্টে রাত্রিকালীন ডিউটি করার সময় সবুর মিয়াকে দ্রুতগতিতে আসা হানিফ এন্টারপ্রাইজের একটি নৈশ কোচ চাপা দিয়ে পালিয়ে যায়। তাকে দ্রুত উদ্ধার করে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। গাইবান্ধায় ট্রাক্টর চালক নিজস্ব সংবাদদাতা গাইবান্ধা থেকে জানান, গোবিন্দগঞ্জ মহিমাগঞ্জ সড়কে কোচাশহর বাজারপাড়া এলাকায় মঙ্গলবার দুপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রলি উল্টে গেলে তার নিচে চাপা পড়ে চালক তাজুল ইসলাম (২৫) নিহত হয়েছে। নিহত তাজুল ইসলাম ওই উপজেলার সাপমারা গ্রামের হাফিজার রহমানের ছেলে। কিশোরগঞ্জে শিশু নিজস্ব সংবাদদাতা কিশোরগঞ্জ থেকে জানান, জেলার হাওড় অধ্যুষিত ইটনায় ট্রলি চাপায় প্রীতম ঋষিদাস নামে সাড়ে তিন বছরের এক শিশু নিহত হয়েছে। সে উপজেলা সদরের ঋষিপাড়ার প্রমোদ ঋষিদাসের ছেলে বলে জানা গেছে। সীতাকু-ে চালক নিজস্ব সংবাদদাতা, সীতাকু-, চট্টগ্রাম থেকে জানান, সীতাকু-ে সড়ক দুর্ঘটনায় শাহ্ জাহান সাজু (২৬) নামে এক চালক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অপর এক গাড়ির চালক ও চালকের সহকারী। কলাপাড়ায় আহত ৩ নিজস্ব সংবাদদাতা কলাপাড়া থেকে জানান, মোটরসাইকেল ও যাত্রিবাহী টমটমের সংঘর্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার নৈশপ্রহরী অংঅং রাখাইন (৩৫)সহ তিন জন আহত হয়েছে। সোমবার রাত ১১টার দিকে কুয়াকাটা থেকে কলাপাড়ায় ফেরার পথে তুলাতলী স্ট্যান্ডে এ ঘটনাটি ঘটে। অপর আহতরা হচ্ছে টমটম চালক হারুন অর রশিদ মোটরসাইকেল আরোহী মামুন খন্দকার।
×