ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শরীয়তপুরে নদীর পাড় কাটার প্রতিবাদে ঝাড়ু মিছিল

প্রকাশিত: ০৪:১১, ১৮ জানুয়ারি ২০১৭

শরীয়তপুরে নদীর পাড় কাটার প্রতিবাদে ঝাড়ু মিছিল

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর, ১৭ জানুয়ারি ॥ কীর্তিনাশা নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে বিক্রি করছে প্রভাবশালীরা। এতে হুমকির মুখে পড়েছে বসতবাড়িসহ কোটাপাড়া-শরীয়তপুর সড়কটি। ট্রাক এবং মাহেন্দ্র দিয়ে মাটি আনা-নেয়ার কারণে স্কুলগামী ছাত্রছাত্রীদের স্কুলে যেতে আসতে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। এর প্রতিবাদে স্থানীয় জনগণ মঙ্গলবার বিকেলে কোটাপাড়া-শরীয়তপুর সড়কে ঝাড়ু মিছিল করেছে। এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করা সত্ত্বেও প্রশাসনিকভাবে কোন ব্যবস্থা গ্রহণ হয়নি। পালং ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য কামাল উদ্দিন সরদার ও স্থানীয় শরীয়তউল্লাহ শরীফ, ঈমান উদ্দিন শরীফ এবং স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব কোটাপাড়া গ্রামে কীর্তিনাশা নদীর তীরবর্তী মাহড়া বাড়ির ঘাট ও খলিফা বাড়ির ঘাট থেকে ভ্যাকু দিয়ে অবৈধভাবে মাটি উত্তোলন করছে আনিছ বেপারী, গিয়াস উদ্দিন খলিফা, নুরুল হক খলিফা, হাইবক্স খলিফা, কুদ্দুস পেদা, হাফিস শেখ, রহমান শেখ, মোহাম্মদ আলী শেখ, বিল্লাল শেখ, মোরশেদ শেখ, জাহাঙ্গীর শেখসহ প্রভাবশালীরা। স্থানীয় ভূমি অফিসকে ম্যানেজ করে এই অবৈধভাবে মাটি কাটা হচ্ছে বলে অভিযোগ করেছে স্থানীয়রা। এ ব্যাপারে শরীয়তপুর জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হোসাইন খান বলেন, আবেদন করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। চবিতে বসছে প্রতীকী জাতিসংঘ সম্মেলন চবি সংবাদদাতা ॥ ‘সন্ত্রাসমুক্ত পৃথিবী গড়তে দীক্ষিত তরুণ সমাজ’ স্লোগানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শুরু হতে যাচ্ছে প্রতীকী জাতিসংঘ সম্মেলন। চবিতে তৃতীয়বারের মতো এ সম্মেলনের আয়োজন করছে ‘চিটাগং ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশন এ্যাসোসিয়েশন’। আগামী ১৯ থেকে ২২ জানুয়ারি এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এবারের আন্তার্জাতিক সম্মেলনে বাংলাদেশ, থাইল্যান্ড, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, আফগানিস্তানের ৪১টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৪০০ প্রতিনিধির অংশ নেয়ার কথা রয়েছে। আন্তর্জাতিক এই সম্মেলনের প্রস্ততি উপলক্ষে মঙ্গলবার দুপুরে চবি সাংবাদিক সমিতি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সম্মেলনের সার্বিক বিষয় তুলে ধরে লিখিত বক্তব্য পাঠ করেন ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতীকী জাতিসংঘ সম্মেলন ২০১৭’র মহাসচিব আমজাদ হোসেন দিনার।
×