ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাদুল্যাপুরে চার নেতার সন্ধান দাবিতে অবরোধ, থানা ঘেরাও

প্রকাশিত: ০৪:১০, ১৮ জানুয়ারি ২০১৭

সাদুল্যাপুরে চার নেতার সন্ধান দাবিতে অবরোধ, থানা ঘেরাও

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১৭ জানুয়ারি ॥ সাদুল্যাপুর উপজেলা আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও যুবদলের ৯ দিন ধরে নিখোঁজ ৪ নেতার সন্ধান দাবিতে মঙ্গলবার অর্ধ দিবস হরতাল, মানববন্ধন, বিক্ষোভ ও থানা ঘেরাও কর্মসূচী পালন করেছে বিক্ষুব্ধ জনতা। এর আগে ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিহাটগামী লালমনি এক্সপ্রেস ট্রেনটি নলডাঙ্গা রেলস্টেশনে প্রায় এক ঘণ্টা আটকে রাখে বিক্ষুব্ধ জনগণ। এছাড়া নলডাঙ্গা-সাদুল্যাপুর সড়কের ডাকবাংলা এলাকার সড়কে টায়ার জ্বালিয়ে রাস্তায় ব্যাড়িকেড সৃষ্টি করে বিক্ষুব্ধ জনতা। ফলে ওই রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া হরতাল চলাকালে সব দোকানপাট ও সড়কে যানচলাচল বন্ধ থাকে। মঙ্গলবার সাদুল্যাপুর উপজেলার শহরের পাবলিক লাইব্রেরি এ্যান্ড ক্লাব চত্বরে ৪ নেতা উদ্ধার দাবিতে সর্বদলীয় ব্যানারে সাদুল্যাপুর-গাইবান্ধা পাকা সড়কের দু’ধারে মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধনে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী, ব্যবসায়ী, নিখোঁজদের স্বজনসহ সর্বস্তরের হাজার হাজার নারী-পুরুষ অংশ নেয়। ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সাদুল্যাপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামছুজ্জোহা প্রামাণিক রাঙ্গা, সাধারণ সম্পাদক শাহরিয়ার খাঁন বিপ্লব, সাদুল্যাপুর উপজেলা যুবলীগের সভাপতি শাহ্ মোঃ ফজলুল হক রানা, বনগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল করীম প্রামাণিক রেজা, সাধারণ সম্পাদক সৈয়দ রায়হানুল হক রবাট, দামোদরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ছামছুল আলম ডাবুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোন্তেজার রহমান চঞ্চল, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রিপন, আওয়ামী লীগ নেতা মতিয়ার রহমান, সাদুল্যাপুর ডিগ্রী কলেজের সাবেক ভিপি আসম সাজ্জাদ হোসেন পল্টন, নিখোঁজ জিমের বাবা গোলাম মোস্তাফা ডিপটি ম-ল, ভাই মামুন ম-ল, স্ত্রী লাভলী বেগম, সাদেকের মা সাইদা বেগম, সাদুল্যাপুর নাগরিক কমিটির সভাপতি আবুল বাশার মোঃ হান্নান পিন্টু প্রমুখ। বক্তারা বলেন, গত ৯ দিন ধরে চার নেতা নিখোঁজ হলেও তাদের সন্ধান ও উদ্ধারে কোন তৎপরতা নেই পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যর। অবিলম্বে তাদের সন্ধান দেয়ার জন্য পুলিশসহ প্রশাসনের নিকট দাবি জানানো হয়। আগামী ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ-প্রশাসন তাদের সন্ধান দিতে ব্যর্থ হলে রাজপথ, রেলপথ অবরোধসহ বৃহত্তর আন্দোলনের আল্টিমেটাম দেয়া হয়। উল্লেখ্য, গত ৯ জানুয়ারি রাত ১১টায় সাদুল্যাপুর উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ও ৩ দামোদরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনোয়ারুল হাসান জীম মণ্ডল ও দামোদরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সাদেকুল ইসলাম সাদেককে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে নলডাঙ্গা যাচ্ছিল। এরপর থেকে নিখোঁজ হয় তারা। আর ১০ জানুয়ারি নলডাঙ্গার রেলগেট ও কাচারীবাজার এলাকা থেকে নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা স¤পাদক মাইদুল ইসলাম প্রিন্স এবং নলডাঙ্গা ইউনিয়ন যুবদলের সহ-সাধারণ স¤পাদক শফিউল ইসলাম শাপলাকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে মোটরসাইকেলসহ তুলে নিয়ে যায়।
×