ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

তিন প্রতিবন্ধী ছেলে নিয়ে বিপাকে এক পরিবার

প্রকাশিত: ০৪:১০, ১৮ জানুয়ারি ২০১৭

তিন প্রতিবন্ধী ছেলে নিয়ে বিপাকে এক পরিবার

স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ বাক ও শারীরিক প্রতিবন্ধী তিন ছেলে নিয়ে চরম বিপাকে পড়েছেন পটুয়াখালীর বারেক-কুলসুম দম্পতি। অর্থাভাবে ছেলেদের চিকিৎসা হচ্ছে না। ভরণ-পোষণেও হচ্ছে সমস্যা। সমাজসেবা অধিদফতর থেকে দুই ছেলের নামে প্রতিবন্ধী ভাতা দেয়া হলেও তা পর্যাপ্ত নয়। অপর ছেলে ভাতা পাচ্ছে না। তার ওপরে একা রোজগারের আয়ে সংসার চালাতেও হিমশিম খাচ্ছে এ পরিবার। এ অবস্থায় পরিবারটি সমাজের বিত্তবান ব্যক্তিদের সহায়তায় এগিয়ে আসার আবেদন করেছেন। পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের পশ্চিমআউলিয়াপুর গ্রামের দরিদ্র রিক্সাচালক বারেক মোল্লার (৫৩) চার ছেলেমেয়ের মধ্যে সবার বড় মেয়ে নারগিস আখতার (২৫) সুস্থ অবস্থায় স্বামীর সংসার করছে। অপর তিন ছেলেই বাক ও শারীরিক প্রতিবন্ধী। এরমধ্যে বড় ছেলে ইসমাইল মোল্লা (১৮) ও মেজ ছেলে ইউসুফ মোল্লা (১৬) গত ৭-৮ বছর ধরে শয্যাশায়ী। ছোট ছেলে মেহেদী হাসানের (১২) অবস্থাও ক্রমে প্রতিবন্ধিত্বের দিকে যাচ্ছে। বারেক মোল্লা জানান, ছেলেরা সবাই সুস্থ ও সবল অবস্থায় জন্ম নিয়েছে। কিন্তু প্রত্যেকেই ৬-৭ বছর বয়সে এক অজ্ঞাত রোগে আক্রান্ত হয়েছে এবং ধীরে ধীরে বাক ও শারীরিক প্রতিবন্ধী হয়ে পড়েছে। তাদের হাত-পাসহ শরীরের অন্য অঙ্গপ্রতঙ্গ ক্রমে পক্ষাঘাতে অচল হয়ে পড়েছে এবং বিছানায় আশ্রয় নিয়েছে। তারা কথা বলতে পারছে না। তাদের শিশুর মতো লালন-পালন করতে হচ্ছে। বারেক মোল্লা জানান, তিনি রিক্সা চালিয়ে যা আয় করেন, তা দিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হয়। তার ওপরে ছেলেদের ভরণ-পোষণ করাতে হচ্ছে। সমাজসেবা দফতর থেকে বড় দুই ছেলে প্রতিমাসে মোট এক হাজার টাকা ভাতা পাচ্ছে। কিন্তু এ অর্থ খুবই অপ্রতুল। পরিবারটির বিষয়ে এলাকার ইউপি চেয়ারম্যান কবির হোসেন জানান, ইতোপূর্বে তিনি যখন চেয়ারম্যান ছিলেন, তখন এ পরিবারকে সাহায্য-সহযোগিতা করা হয়েছিল। মাঝখানে তিনি চেয়ারম্যান ছিলেন না। এবার আবার চেয়ারম্যান হয়েছেন। এবার কিছু সাহায্য করার পরিকল্পনা করছেন। ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৭ জানুয়ারি ॥ মঙ্গলবার পতœীতলা উপজেলার হাটশাঁওলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এ উপলক্ষে বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মোঃ শহীদুজ্জামান সরকার বাবলু এমপি। সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক, উপজেলা প্রকৌশলী তোফায়েল আহম্মেদ ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলাম। রাজাকার পুত্রকে জুতাপেটা স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ মুক্তিযুদ্ধ, এলাকার মুক্তিযোদ্ধা ও প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় তালিকাভুক্ত এক রাজাকারের পুত্রকে জনসম্মুখে জুতাপেটা করা হয়েছে। ঘটনাটি ঘটে মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে জেলার আগৈলঝাড়া উপজেলার বাকাল গ্রামের তিন নম্বর ব্রিজ সংলগ্ন বাজারে। প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলা প্রশাসনের তালিকাভুক্ত রাজাকার বাকাল গ্রামের সলেমান সরদারের পুত্র রবিউল্লাহ সরদার মঙ্গলবার সকালে বাজারে বসে স্থানীয়দের সঙ্গে বিভিন্ন আলোচনার সময় মুক্তিযুদ্ধ, এলাকার মুক্তিযোদ্ধা ও তাদের মাসিক সম্মানী ভাতা দেয়ায় প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত একই গ্রামের মুক্তিযোদ্ধা বিষাই হাওলাদারের পুত্র বাবুল হাওলাদার (৪৮) এর তীব্র প্রতিবাদ করেন।
×