ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কলাপাড়ায় যথাসময়ে ভাতা প্রদানের দাবি

প্রকাশিত: ০৪:০৯, ১৮ জানুয়ারি ২০১৭

কলাপাড়ায় যথাসময়ে ভাতা প্রদানের দাবি

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ১৭ জানুয়ারি ॥ ব্যাতি লাল গাইনের বয়স এখন ৭০ এর বেশি। বয়সের ভারে যতটুকু না ন্যুইয়ে গেছেন, তার চেয়ে বেশি কাহিল অসুখের কারণে। নাছনাপাড়া মহল্লার এ মানুষটি বয়স্ক ভাতার জন্য সোনালী ব্যাংক কলাপাড়া বন্দর শাখার সামনে দুই দিন ধরে ঘুরছেন। সবশেষ ২০১৬ সালের আগস্ট মাসে ভাতার ২৪শ’ টাকা তুলেছেন। এখন হাত খালি এ বয়োবৃদ্ধ মানুষটির। ২০০৯ সালের জুলাই মাস থেকে বয়স্ক ভাতার টাকা পাচ্ছেন ব্যাতিলাল। উপার্জনহীন এ মানুষটির হাঁটুতে প্রচ- ব্যথা। হাঁটতে সমস্যা হয়। শীতের কারণে এখন সমস্যা আরও। তারপরও বয়স্ক ভাতার টাকা পেলে ওষুধসহ তার প্রয়োজনীয় কিছু কেনাকাটার কাজ সারতেন, পারতেন একটু ফলমূল কিনতে- এমন দরকার তার। এক কথায় অনেকটা বয়স্কভাতার ওপর নির্ভরশীল এ মানুষটি। একই অবস্থা আরেক বৃদ্ধ আব্দুল মন্নানের। পৌরশহরের অফিস মহল্লায় থাকেন তিনি। বয়োবৃদ্ধ এ মানুষটিও ব্যাংকের কাছে ঘুরছেন। বয়স্ক ভাতার টাকা এই মুহূর্তে এ মানুষটির এখন খুব প্রয়োজন। প্রধানমন্ত্রীর দেয়া সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আর্থিক সহায়তা এখন এ মানুষ দুটোর জীবন জীবিকায় সহায়ক শক্তির ভরসা। তাই তো ব্যাংকের কাছে ঘুরছেন। বয়স্ক ভাতার এ টাকা এমনসব বয়োবৃদ্ধ মানুষকে কতটা সহায়তা দিচ্ছেন তাদের তা জীবনের শেষ প্রান্তে এসে তারাই ভাল বোঝাতে পারেন। কথা না বললে বোঝা যায় না এসব অসহায় বয়োবৃদ্ধ মানুষ কী পরিমাণ উপকৃত হচ্ছে এ ভাতায়। তাদের দাবি ভাতার টাকা বৃদ্ধি এবং যথাসময়ে পাওয়ার ব্যবস্থা করা প্রয়োজন। এভাবে কলাপাড়ায় ১২টি ইউনিয়ন ও দুই পৌরসভায় পাঁচ হাজার সাত শ’ ৬ বয়োবৃদ্ধ মানুষ এ ভাতা পেয়ে থাকেন। তবে তিন মাস পর পর এ ভাতা প্রদানের সরকারী নির্দেশনা রয়েছে। কিন্তু কোন কোন ব্যাংক ছয় মাস পর পর দেয়।
×