ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাবনা পৌরসভার ১৬ কোটি টাকা বিদ্যুত বিল বকেয়া

প্রকাশিত: ০৪:০৮, ১৮ জানুয়ারি ২০১৭

পাবনা পৌরসভার ১৬ কোটি টাকা বিদ্যুত বিল বকেয়া

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ১৭ জানুয়ারি ॥ পাবনা পৌরসভার কাছে বিদ্যুত বিভাগের বকেয়া পাওনা প্রায় সোয়া ১৬ কোটি টাকা। জেলার অপর ৭ পৌরসভার কাছে পাওনা প্রায় ৩৪ লাখ টাকা। এছাড়া সরকারী বিভিন্ন দফতরের বকেয়া বিদ্যুত বিলের পরমাণ প্রায় ৭০ লাখ কোটি টাকা। পাবনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় বিদ্যুত বিল বকেয়ার বিষয়টি উপস্থাপন করেন সংশ্লিষ্ট দফতরের নির্বাহী প্রকৌশলীগণ। পাবনা বিদ্যুত বিভাগের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী জিয়াউল ইসলাম এবং বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী গিয়াস উদ্দিন জানান, পাবনা পৌরসভার কাছে বিদ্যুত বিল বাবদ পাওনার পরিমাণ ১৬ কোটি ২৮ লাখ, ৩১ হাজার ৫শ’ ৪০ টাকা। জেলা প্রশাসক রেখা রানী বালো বকেয়া বিদ্যুত বিল পরিশোধের জন্য পৌরসভার মেয়র এবং সংশ্লিষ্ট সরকারী দফতরসমূহের প্রধানদের দ্রুত ব্যবস্থা নিতে বলেছেন। পাবনা পল্লী বিদ্যুত সমিতি-২ এর জেনারেল ম্যানেজার রফিকুল ইসলাম জানান, সাঁথিয়া পৌরসভার কাছে বকেয়া পাওনার পরিমাণ ১১ লাখ ৫৯ হাজার ৭শ’ ৯৫ টাকা। বেড়া পৌরসভার বকেয়া ২ লাখ ৫৪ হাজার ৩শ’ ৬০ টাকা এবং সুজানগর পৌরসভার বিদ্যুত বিল বকেয়া ৫৪ হাজার ৪শ’ ৩২ টাকা। সাঁথিয়া, বেড়া ও সুজানগর উপজেলা পরিষদের বিভিন্ন অফিস যেমন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন ইউনিয়ন পরিষদ, ডাকবাংলো, জনস্বাস্থ্য প্রকৌশলী, উপজেলা প্রকৌশলী সমূহের কাছে বকেয়া বিদ্যুৎ বিলের পরিমাণ ১৭ লাখ ৯৭ হাজার ৯শ’ ৫১ টাকা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত বিভিন্ন থানা (পুলিশ স্টেশন ও পুলিশ ফাঁড়ি) ও ফায়ার সার্ভিস স্টেশনের কাছে বিদ্যুত বিল বকেয়ার পরিমাণ ২ লাখ ৭৬ হাজার ৩শ’ ৮০ টাকা। পল্লী বিদ্যুত সমিতি-১ এর আওতাভুক্ত ফরিদপুর পৌরসভার কাছে পাওনা বিদ্যুত বিল ৮ লাখ ২৮ হাজার ৫৩ টাকা। ভাঙ্গুড়া পৌরসভার কাছে পাওনার পরিমাণ ৫ লাখ ১৮ হাজার ৭শ’ ৩৫ টাকা। চাটমোহর পৌরসভার বকেয়া ৫ লাখ ৩৫ হাজার ৮শ’ ৫৬ টাকা এবং আটঘরিয়া পৌরসভার কাছে বকেয়া ৪২ হাজার ৪শ’ ৪৪ টাকা। এছাড়াও চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর ও আটঘরিয়া উপজেলার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাছে বকেয়া ২৪ লাখ ৩১ হাজার ৫শ’ ৫১ টাকা এবং থানা বা পুলিশ স্টেশনসমূহের কাছে পাওনার পরিমাণ ২ লাখ ২৬ হাজার ৬শ’ ৬০ টাকা। পাবনা পল্লী বিদ্যুত সমিতি-১ এর নির্বাহী প্রকৌশলী জুলফিকার হায়দার চৌধুরী জানান, বিদ্যুত বিল বকেয়া থাকায় বিদ্যুত বিতরণ ব্যবস্থাপনা কাজ ব্যাহত হচ্ছে। পৌরসভা ও সরকারী দফতর সমূহের জন্য সরকারী বরাদ্দ থাকার পরও কেন এত টাকা বিদ্যুত বিল বকেয়া পড়ল এই বিষয়টি খতিয়ে দেখার তাগিদ দিয়েছেন সচেতন মহল।
×