ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে রাবার ড্যামে কৃষকের মুখে হাসি

প্রকাশিত: ০৪:০৮, ১৮ জানুয়ারি ২০১৭

কক্সবাজারে রাবার ড্যামে কৃষকের মুখে হাসি

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ উখিয়ায় শুষ্ক মৌসুমে যুগযুগ ধরে অনাবাদি পড়ে থাকত হাজার একর জমি। চাষাবাদ করে আর্থিকভাবে লাভবান হওয়ার চেষ্টা করেও কুলকিনারা হয়নি। চাষীরা রাবার ড্যাম নির্মাণের দাবি নিয়ে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে স্থানীয় সংসদ সদস্য ও নেতৃবৃন্দের কাছে বার বার গেছে। কিন্তু আশ্বাসের বাণী ছাড়া মেলেনি কিছুই। বর্তমান সরকার রাবার ড্যাম নির্মাণ করে দেয়ায় উখিয়ার কৃষকের মুখে হাসি ফুটেছে। বোরো চাষ ও শাক-সবজি উৎপাদন করছে কৃষকরা। উখিয়ার পূর্ব ডিগলিয়া গ্রামে খালের উপর নবনির্মিত রাবার ড্যামে ধরে রাখা মিঠাপানি কৃষকের মধ্যে আনন্দের জোয়ার বয়ে এনেছে। উৎসবের আমেজ নিয়ে দরিদ্র কৃষকেরা চাষাবাদে কোমর বেঁধে মাঠে নেমে চাষাবাদ ও ক্ষেত খামার করছে কৃষক-কৃষাণীরা। উখিয়ার প্রান্তিক, ক্ষুদ্র ও বর্গাচাষী অধ্যুষিত জনপদ দরগাহবিল, চাকবৈঠা, পূর্ব ডিগলিয়া, গয়ালমারা, সিকদার বিল, পশ্চিম ডিগলিয়া, উত্তর পুকুরিয়া ও দক্ষিণ পুকুরিয়া এলাকার কৃষকরা জানান, একমাত্র সেচের অভাবে হাজার একরেরও বেশি জমি প্রতি শুষ্ক মৌসুমে অনাবাদি থেকে যেত। যে কারণে এখানকার হতদরিদ্র কৃষকদের আর্থিক দৈন্যদশার মধ্য দিয়ে দিনযাপন করতে হয়েছে। স্থানীয় কৃষক ইসলাম জানান, উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আবদুর রহমান বদির প্রচেষ্টায় এলজিইডির অর্থায়নে পূর্ব ডিগলিয়া খালের উপর নব-নির্মিত রাবার ড্যাম চাষাবাদের মাধ্যমে গরিব কৃষকদের আত্মনির্ভরশীল হওয়ার পথ সুগম করে দিয়েছে। পরিত্যক্ত জনপদে উন্নয়নমূলক প্রকল্প গড়ে তোলার জন্য এলজিইডির পাশাপাশি এমপি বদিকে সাধুবাদ জানিয়েছে এলাকার কৃষক।
×