ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মান্দায় ঋণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন

প্রকাশিত: ০৪:০৭, ১৮ জানুয়ারি ২০১৭

মান্দায় ঋণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন

মঙ্গলবার দুপুরে নওগাঁর মান্দায় বেসরকারী সংস্থা ঘাষফুল পাঁজরভাঙ্গা শাখায় ক্ষুদ্র ঋণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ কার্যক্রমের উদ্বোধন করেন ঘাষফুলের সহকারী পরিচালক সামসুল হক। ঘাষফুলের শাখা ব্যবস্থাপক মোবারক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অগ্রণী ব্যাংক লিঃ কশব শাখার ব্যবস্থাপক মুহাঃ আকতারুজ্জামান, ঘাষফুলের ডেপুটি ম্যানেজার নাজমুল হাসান পাটোয়ারী, হিসাব কর্মকর্তা প্রদীপ কুমার, পিও আমিনুল ইসলাম ও মমিনুল ইসলাম, স্থানীয় আজাহারুল ইসলাম প্রমুখ। শেষে তিন ব্যক্তির মাঝে ক্ষুদ্র ঋণের ৪৫ হাজার টাকা বিতরণ করা হয়। -নিজস্ব সংবাদদাতা, নওগাঁ কৃষিঋণের লক্ষ্যমাত্রা ৫৬ শতাংশ অর্জিত চলতি ২০১৬-১৭ অর্থবছরের প্রথম ৬ মাসে কৃষি খাতে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রার ৫৬ শতাংশ অর্জিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরে এ খাতে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ১৭ হাজার ৫৫০ কোটি টাকা নির্ধারণ করে বাংলাদেশ ব্যাংক। ডিসেম্বর শেষে ব্যাংকগুলো মোট ১০ হাজার কোটি টাকার ঋণ বিতরণ করেছে, যা লক্ষ্যমাত্রার ৫৬ শতাংশ। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা বলেন, কৃষি খাতে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রার ৫৬ শতাংশ অর্জিত হয়েছে। ব্যাংকগুলোর গ্রামীণ পর্যায়ে শাখা কম থাকে। তাই তারা ক্ষুদ্রঋণকারী প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে ঋণ বিতরণ করে। এটি সময়মতো হচ্ছে কিনা তা আমরা নিয়মিত তদারকি করি। এজন্য সরকারী ব্যাংকগুলোর সঙ্গে আমরা প্রতি মাসে একবার মিটিং করি। আর বেসরকারী ব্যাংকগুলোর সঙ্গে নিয়মিত মিটিং করি। -অর্থনৈতিক রিপোর্টার
×