ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ড. শেলীনা আফরোজা জীবন বীমা কর্পোরেশনের চেয়ারম্যান

প্রকাশিত: ০৪:০৭, ১৮ জানুয়ারি ২০১৭

ড. শেলীনা আফরোজা জীবন বীমা কর্পোরেশনের  চেয়ারম্যান

পেশাদার সিভিল সার্ভেন্ট এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ড. শেলীনা আফরোজা সম্প্রতি জীবন বীমা কর্পোরেশনের পরিচালক পর্ষদের চেয়ারম্যান হিসেবে যোগদান করেন। ড. শেলীনা বিসিএস (প্রশাসন) ক্যাডারে দীর্ঘ তিন দশকের বৈচিত্র্যময় কর্মজীবনে সম্প্রতি (২০১৩-২০১৫)মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োজিত ছিলেন। তিনি অতিরিক্ত সচিব হিসেবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় জনসংখ্যা গবেষণা ও ট্রেনিং ইনস্টিটিউটের (নিপোর্ট) মহাপরিচালক ছিলেন। তিনি যুগ্মসচিব হিসেবে শিল্প মন্ত্রণালয়ে এবং উপসচিব হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন। ড. শেলীনা এছাড়াও বিভিন্ন পর্যায়ে স্থানীয় সরকার বিভাগ, বিদ্যুত বিভাগ, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ পার্লামেন্ট সচিবালয় এবং ঢাকা ও গাজীপুর জেলা প্রশাসনে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। এছাড়া তিনি বাংলাদেশ দূতাবাস মস্কো এবং বাংলাদেশ হাইকমিশন, অটোয়াতে কূটনীতিবিদ হিসেবে নিয়োজিত ছিলেন। -বিজ্ঞপ্তি মোঃ শহীদুল্লাহর বাংলাদেশ কৃষি ব্যাংকে যোগদান মোঃ শহীদুল্লাহ সম্প্রতি পদোন্নতি পেয়ে মহাব্যবস্থাপক হিসেবে বাংলাদেশ কৃষি ব্যাংকে যোগদান করেছেন। তিনি ১৯৮৩ সালে বাংলাদেশ কৃষি ব্যাংকে প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে যোগদানের মাধ্যমে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। তিনি কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি অর্থনীতিতে বিএসসি (অনার্সসহ) ডিগ্রী অর্জন করেন। ব্যাংকিং ডিপ্লোমাসহ তিনি ফিন্যান্সে এমবিএ ডিগ্রী অর্জন করেন। বর্ণাঢ্য কর্মজীবনে শাখা ব্যবস্থাপক, আঞ্চলিক ব্যবস্থাপক হিসেবে বিভিন্ন জেলায় দায়িত্ব পালন করেন। প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগ এবং নিয়ন্ত্রণকারী কার্যালয়সহ বহুজাতিক কোম্পানিতে লিয়েনে কর্মরত থেকে সুনাম ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। -বিজ্ঞপ্তি
×