ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পোল্ট্রি মুরগির বাচ্চার মূল্য বৃদ্ধিতে খুলনার খামারিরা বিপাকে

প্রকাশিত: ০৪:০৭, ১৮ জানুয়ারি ২০১৭

পোল্ট্রি মুরগির বাচ্চার মূল্য বৃদ্ধিতে খুলনার খামারিরা বিপাকে

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ পোল্ট্রি মুরগির বাচ্চার অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন খুলনার খামারি ও ব্যবসায়ীরা। তারা বলেন, বর্তমানে একটি লেয়ার বাচ্চা ১০০ থেকে ১১০ টাকা, ব্রয়লার ৬৫ থেকে ৭০টাকা, কক ২৮ থেকে ৩০ টাকা, সোনালী ৩০ থেকে ৩২ টাকায় বিক্রি হচ্ছে। অতিরিক্ত মুনাফা লোভী হ্যাচারি মালিকদের কাছে পোল্ট্রি খামারিরা জিম্মি হয়ে পড়েছে। হ্যাচারি মালিকরা খেয়ালখুশি মতো বাচ্চার দাম নিচ্ছে। অথচ খামারি ও ক্ষুদ্র ব্যবসায়ীরা মাথার ঘাম ফেলে ডিম ও মাংস উৎপাদন করে বাজারে ন্যায্য মূল্য পায় না। এ অবস্থায় খামারি ও ক্ষুদ্র ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন। বাচ্চার দাম সহনীয় পর্যায়ে রাখতে তারা সরকার ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও খুলনা বিভাগীয় সমন্বয়কারী এস এম সোহরাব হোসেন, খুলনা পোল্ট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতির সভাপতি মাওলানা ইব্রাহিম ফয়জুল্লাহ ও বাংলাদেশ পোল্ট্রি খামার রক্ষা জাতীয় পরিষদ খুলনার মোঃ তৌফিক আশরাফ ক্ষোভ ও অসন্্েতাষ প্রকাশ করে বলেন, একটি ডিম থেকে একটি মুরগির বাচ্চা জন্ম নেয়। ডিমের মূল্য, বাচ্চা উৎপাদন খরচ, বিনিয়োগের লাভসহ সর্বমোট উৎপাদন খরচ ১৪ টাকা থেকে ২০ টাকা। তারপরও সরকারের উচ্চ পর্যায়ের নীতি নির্ধারণী কর্মকর্তা ও বিশেষজ্ঞরা ২০১৪ সালের জুলাই মাসে ব্রয়লারের একদিনের বাচ্চা ৩০ টাকা ও লেয়ার বাচ্চা ৩২ টাকা সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করে বিধি জারি করেন। বাচ্চা উৎপাদনকারীদের সংগঠন ব্রিডার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ মাত্র এক সপ্তাহ সরকারের নির্ধারিত মূল্যে খামারিদের কাছে বাচ্চা সরবরাহ করে সরকারের উক্ত আদেশের বিরুদ্ধে রিট করে আদেশ স্থাগিত করে খামারিদের জিম্মি করে খেয়ালখুশিমতো বাচ্চার দাম নিচ্ছে।
×