ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এ্যান্টি ডাম্পিং শুল্ক প্রত্যাহারের উদ্যোগ অব্যাহত

প্রকাশিত: ০৪:০৬, ১৮ জানুয়ারি ২০১৭

এ্যান্টি ডাম্পিং শুল্ক প্রত্যাহারের উদ্যোগ অব্যাহত

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশ থেকে ভারত পাটপণ্য আমদানিতে যে এ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ করেছে তা উচিত হয়নি। বিষয়টি মোকাবেলায় এরই মধ্যে সরকারের তরফ থেকে উদ্যোগ নেয়া হয়েছে। বাংলাদেশ থেকে একাধিক টিম গেছে। আমিও আগামী ২৬ জানুয়ারি ভারত যাব। সেখানেও এ বিষয়ে কথা বলব। মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ডিসিসিআইর নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সঙ্গে সাক্ষাতকালে তিনি এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেছেন, বাংলাদেশের পাটপণ্য রফতানির ক্ষেত্রে ভারতের এ্যাট্রি ডাম্পিং শুল্ক আরোপ দুঃখজনক। ভারত বাংলাদেশকে তামাক ও মদ ছাড়া সকল পণ্য রফতানির ক্ষেত্রে ডিউটি ও কোটা ফ্রি সুবিধা প্রদান করছে। অথচ পাটপণ্য রফতানির ওপর এ্যান্ডি ডাম্পিং শুল্ক আরোপ করেছে। অনেক পণ্য রফতানির ওপর শতকরা সাড়ে ১২ শতাংশ হারে কাউন্টার ভেলিং শুল্ক নিচ্ছে। ফলে বাংলাদেশে তৈরি পণ্য ভারতে রফতানির ক্ষেত্রে বাধাগ্রস্ত হচ্ছে। মন্ত্রী বলেন, এ বিষয়ে বাংলাদেশ ভারতের সঙ্গে আলোচনায় তুলে ধরেছে। আবারও বিষয়টি নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করা হবে। ভারত বাংলাদেশের বন্ধুরাষ্ট্র। মহান মুক্তিযুদ্ধে ভারত বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা করেছে। এজন্য বাংলাদেশ ভারতের প্রতি কৃতজ্ঞ। বাংলাদেশ বিশ^াস করে ভারত দ্বিপাক্ষিক বাণিজ্য ক্ষেত্রে সকল বাধা দূর করতে আন্তরিক হবে। এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, ডিসিসিআইর সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট কামরুল ইসলাম, ভাইস-প্রেসিডেন্ট হোসেইন এ সিকদার, সেক্রেটারি জেনারেল এ এইচ এম রেজাউল কবীরসহ পর্ষদের পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।
×