ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বাণিজ্যমেলায় চাহিদার শীর্ষে গৃহস্থালি পণ্য

প্রকাশিত: ০৪:০৬, ১৮ জানুয়ারি ২০১৭

বাণিজ্যমেলায় চাহিদার শীর্ষে গৃহস্থালি পণ্য

অর্থনৈতিক রিপোর্টার ॥ ২২তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ক্রেতা-চাহিদার শীর্ষে রয়েছে গৃহস্থালি পণ্য। এর মধ্যে প্লাস্টিক পণ্যের পাশাপাশি রয়েছে প্রেসার কুকার, জুস মেকার, জুস ব্লেন্ডার, ওভেন, রাইস কুকার, ইস্ত্রি, ইন্ডাকশন চুলা, ফ্যানসহ নানা ধরনের ইলেক্ট্রনিক ও ইলেক্ট্রিক গৃহস্থালি পণ্য। মঙ্গলবার মেলা প্রাঙ্গণ ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে। মেলাকে কেন্দ্র করে পুরো শেরেবাংলা নগরেই আশপাশের রাস্তায় প্রচুর যানজট সৃষ্টি হচ্ছে প্রতিদিনই। সবাই কেনা-কাটায় ব্যস্ত। সবার হাতেই নানা ধরনের পণ্য। তবে মেলাফেরত এসব মানুষের হাতের পণ্যের মধ্যে সবচেয়ে বেশি চোখে পড়েছে গৃহস্থালি বিভিন্ন পণ্য। অপরিচিত বিভিন্ন ব্র্যান্ডের পাশাপাশি আরএফএল, এনপলি, হ্যামকো, বেঙ্গল প্লাস্টিক, ওয়ালটন, সিঙ্গারসহ বিভিন্ন নামী-দামী ব্র্যান্ডের পণ্য বেশি বিক্রি হচ্ছে মেলাতে। বাণিজ্যমেলা উপলক্ষে সারাদেশে বিভিন্ন ধরনের হোম এ্যাপ্লায়েন্সের দাম কমাল দেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন। এছাড়া চলমান ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় ওয়ালটনের মেগা প্যাভিলিয়নে আগত ক্রেতাদের জন্য হোম এ্যাপ্লায়েন্সের ওপর পাঁচ শতাংশ বিশেষ ছাড় ঘোষণা করেছে কর্তৃপক্ষ। দাম কমানো হয়েছে ওয়ালটন ব্র্যান্ডের আয়রন, ওয়াশিং মেশিন, কফি মেকার, ইলেকট্রিক ও মাইক্রোওয়েব ওভেন, এয়ার ফ্রায়ার, হেয়ার স্ট্রেইটনার, ইলেকট্রিক প্রেসার কুকার, ইলেকট্রিক লাঞ্চ বক্সসহ প্রায় ২০টি হোম এ্যাপ্লায়েন্সের। ওয়ালটন হোম এ্যাপ্লায়েন্স বিপণন বিভাগের কর্মকর্তারা জানান, নতুন বছর ও দেশের সর্ববৃহৎ বাণিজ্যমেলা উপলক্ষে বিভিন্ন প্রকারের হোম এ্যাপ্লায়েন্সের দাম সর্বোচ্চ ৩ হাজার টাকা পর্যন্ত কমানো হয়েছে। পাশাপাশি, বাণিজ্য মেলায় ওয়ালটনের মেগা প্যাভিলিয়নে আগত ক্রেতা-দর্শনার্থীদের বাড়তি কিছু উপহার দিতে হোম এ্যাপ্লায়েন্সে দেয়া হচ্ছে পাঁচ শতাংশ বিশেষ ছাড়। ওয়ালটন হোম ও ইলেকট্রিক্যাল এ্যাপ্লায়েন্সের প্রোডাক্ট ম্যানেজার মোঃ মাশরুর হাসান বলেন, গত বছর সকল হোম এ্যাপ্লায়েন্সের চাহিদা ও বিক্রি বেড়েছে আশাতীত। এতে করে পণ্য প্রতি উৎপাদন খরচ ও আনুষঙ্গিক খরচও কমেছে। পাশাপাশি, নতুন বছর ও বাণিজ্যমেলা উপলক্ষে গ্রাহকদের বিশেষ কিছু উপহার দিতে নতুন নতুন মডেলের পণ্য ছাড়ার পাশাপাশি কমানো হয়েছে দামও। এতে করে, ওয়ালটন ব্র্যান্ডের প্রতি গ্রহাকদের আকর্ষণ ও আস্থা আরও বাড়বে বলে মনে করছেন তিনি। মেলায় আরএফএলের স্টল ঘুরে দেখা গেছে, প্রতিষ্ঠানটি মেলা উপলক্ষে তাদের সব পণ্যে ১০ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে। এসব ছাড়ের সঙ্গে রয়েছে প্লাস্টিকের বান্ডেল অফারও। এছাড়া সর্বোচ্চ ছাড় দিচ্ছে বেঙ্গল প্লাস্টিক। কোম্পানিটি মেলা উপলক্ষে সর্বোচ্চ ৫০ শতাংশ ছাড় দিচ্ছে। প্লাস্টিকের গ্লাসের ওপর ৫০ শতাংশ ছাড় দিচ্ছে তারা। তাছাড়া ওয়াটার পটে ১৫ ও জগে ২৫ শতাংশ ছাড় দেয়া হচ্ছে। এদিকে গৃহস্থালি পণ্যের দোকানগুলোতে নন-স্টিক পণ্যে বিভিন্ন ধরনের ছাড় থাকলেও এ্যালুমিনিয়ামের পণ্যে তেমন ছাড় নেই। তবে একাধিক পণ্য কিনলে ক্রেতারা কোন না কোন ছাড় পাবেনই। বাণিজ্যমেলায় সবচেয়ে বড় গৃহস্থালি পণ্যের সমাহার ঘটিয়েছেন কিয়াম মেটাল ইন্ডাস্ট্রিজ। কিয়ামের বিপণন কর্মকর্তা শাহীন আলম বলেন, তাঁদের স্টলে রয়েছে পিউর এ্যালুমিনিয়ামের তৈজসপত্র, হটপট, রাইস কুকার, ইলেকট্রিক চুলা এবং নন-স্টিকি চুলা।
×