ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আইডিএলসির রাইট আবেদন শেষ বৃহস্পতিবার

প্রকাশিত: ০৪:০৫, ১৮ জানুয়ারি ২০১৭

আইডিএলসির রাইট আবেদন শেষ বৃহস্পতিবার

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের রাইট আবেদন শেষ হবে আগামীকাল বৃহস্পতিবার। গত ১ জানুয়ারি কোম্পানিটির রাইট আবেদন শুরু হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৯০তম সভায় এ রাইটের অনুমোদন দেয়া হয়। কমিশন ২টি সাধারণ শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার অনুমোদন দেয়। এই রাইটের মাধ্যমে কোম্পানিটি ১২ কোটি ৫৬ লাখ ৮৩ হাজার ৫৯৩টি সাধারণ শেয়ার ২০ টাকা মূল্যে (১০ টাকা প্রিমিয়ামসহ) বাজার থেকে পুঁজি উত্তোলনের অনুমতি পেল। এর মাধ্যমে ২৫১ কোটি ৩৬ লাখ ৭১ হাজার ৮৬০ টাকা বাজার থেকে তুলে কোম্পানিটি মূলধন ভিত্তি শক্তিশালী করবে; তথা পোর্টফোলিওতে লেন্ডিং বৃদ্ধি করবে। ২০১৫ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি এনএভি ৩০ টাকা ৯৭ পয়সা। -অর্থনৈতিক রিপোর্টার সাইফ পাওয়ার টেকের রাইট শেয়ার অনুমোদন পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সাইফ পাওয়ারটেকের রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, সাইফ পাওয়ারটেক ১আর:১ অনুপাতে ১১ কোটি ৬২ লাখ ৯৫ হাজার ৩৪৮টি রাইট শেয়ার ইস্যু করবে। ফেসভ্যালু ১০ টাকার সঙ্গে ৫ টাকা প্রিমিয়ামসহ ১৫ টাকায় রাইট ইস্যু করা হবে। রাইট ইস্যুর মাধ্যমে কোম্পানিটি ১৭৪ কোটি ৪৪ লাখ ৩০ হাজার ২২০ টাকা সংগ্রহ করবে। এর আগে গত ১৮ ডিসেম্বর কোম্পানির এজিএমে রাইট ইস্যুর বিষয়ে শেয়ারহোল্ডাররা সম্মতি জানায়। এরপরে কোম্পানিটি বিএসইসির কাছে রাইট শেয়ার ইস্যুর জন্য আবেদন করে। -অর্থনৈতিক রিপোর্টার
×