ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বিডি ফাইন্যান্সের এমডি হলেন মোহাম্মদ মাসুম

প্রকাশিত: ০৪:০৪, ১৮ জানুয়ারি ২০১৭

বিডি ফাইন্যান্সের এমডি হলেন মোহাম্মদ মাসুম

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ ফাইন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেডের (বিডি ফাইন্যান্স) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছেন মোহাম্মদ মাসুম। বিডি ফাইন্যান্সে যোগদানের আগে তিনি মার্কেন্টাইল ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি এবি ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, ট্রাস্ট ব্যাংক ও ন্যাশনাল ব্যাংকে গুরত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। মোহাম্মদ মাসুম ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রী লাভ করেন। এসআইবিএলের ৪শ’ কোটি টাকার বন্ড অনুমোদন অর্থনৈতিক রিপোর্টার ॥ সোস্যাল ইসলামী ব্যাংকের (এসআইবিএল) ৪০০ কোটি টাকার এসআইবিএল সেকেন্ড মুদরাবা সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, বন্ডটি ৬ বছর মেয়াদী। এই বন্ডের প্রতি ইউনিটের মূল্য ৫ লাখ টাকা। ব্যক্তি বিনিয়োগকারীদের জন্য লট সাইজ ১ ইউনিট।
×